যে কারণে কর্মী ছাঁটাই করবে গুগল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ১১: ৪৪

আবারও কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্ট গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে এমন সিদ্ধান্ত প্রতিষ্ঠানটির।

জানা গেছে, এআই প্রযুক্তির উন্নয়নে ব্যাপক অর্থ বরাদ্দ করেছে গুগল। যা অন্যান্য খাতে খরচ কমানোর প্রয়োজনীয়তা সৃষ্টি করেছে। ফলে কর্মীসংখ্যা কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

গত কয়েক বছরে একাধিকবার কর্মী ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি। ২০২৩ সালের জানুয়ারিতে তারা ১২ হাজার কর্মী ছাঁটাই করে, যা তাদের মোট কর্মী সংখ্যার ছয় শতাংশ। এই ছাঁটাইয়ের পেছনে ছিল খরচ কমানো এবং এআই প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধির পরিকল্পনা।

২০২৪ সালের ডিসেম্বরে গুগল আবারও কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। যেখানে ব্যবস্থাপক, পরিচালক এবং ভাইস প্রেসিডেন্ট পদমর্যাদার কর্মীদের মধ্যে ১০ শতাংশ ছাঁটাই করা হয়। এই পদক্ষেপের পেছনে ছিল কর্মদক্ষতা বৃদ্ধি ও খরচ কমানোর উদ্যোগ।

গুগলের এই সিদ্ধান্তে কর্মীদের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এই পরিবর্তনকে মেনে নিয়েছেন, আবার অনেকেই হতাশা প্রকাশ করেছেন। তবে নিজেদের সিদ্ধান্তে অগ্রসর হচ্ছে গুগল। ভবিষ্যতে নতুন প্রযুক্তি ও সেবা নিয়ে আসার পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত