তথ্য-প্রযুক্তি ডেস্ক
অ্যান্ড্রয়েড ফোনে গ্রিন লাইন বেশ অস্বস্তিকর ও বিরক্তিকর। ব্র্যান্ডের অনেক ফোনেই এই সমস্যা দেখা দেয়। তবে এটি কখনো সফটওয়্যার ত্রুটি, কখনো হার্ডওয়্যার খারাপ হওয়ার ফলেই হতে পারে। কখনো গ্রিন লাইনটি ওপরের দিক থেকে নিচ পর্যন্ত দেখা যায়, কখনো তা ঝলমল করতে থাকে বা কালো অংশ ও অন্য রঙের দাগের সঙ্গে মিশে যায়। এই সমস্যার সঠিক কারণ বোঝা গুরুত্বপূর্ণ। কারণ এর সমাধান নির্ভর করে সমস্যার উৎসের ওপর।
কেন হয় গ্রিন লাইন
ফোনের স্ক্রিনে গ্রিন লাইন আসার পেছনে নানা কারণ থাকতে পারে, যেমন—
ডিসপ্লে সংযোগ ঢিলা হয়ে যাওয়া
স্ক্রিন ও মাদারবোর্ডের মধ্যে ফ্লেক্স কেবল বা কানেকশন ঢিলা হলে গ্রিন লাইন দেখা দিতে পারে।
ডিসপ্লে সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়া
ধাক্কা বা পড়ে যাওয়ার ফলে কানেকশন নষ্ট হয়ে যেতে পারে।
পানির ক্ষতি
ফোন ভিজে গেলে স্ক্রিনের সার্কিটে সমস্যা দেখা দেয়।
ফল্টি অ্যাপ বা সফটওয়্যার কনফিগারেশন
ত্রুটিপূর্ণ অ্যাপ বা ভুল সেটিংসের কারণে সফটওয়্যার স্তরে স্ক্রিনে লাইন দেখা দিতে পারে।
সাম্প্রতিক সিস্টেম আপডেটের ত্রুটি
অনেক সময় নতুন সফটওয়্যার আপডেটের পরও এই সমস্যা দেখা দেয়।
যদি গ্রিন লাইনের সঙ্গে স্ক্রিনে অন্য রং, কালো দাগ বা ফাটল দেখা যায়, তবে তা নিশ্চিতভাবেই ডিসপ্লে ফিজিক্যালি ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ।
সমাধানের উপায়
সমস্যার উৎস অনুযায়ী নিম্নলিখিত ধাপগুলো চেষ্টা করে দেখতে পারেন—
ধাপ ১: ফোন বন্ধ করুন ও আবার চালু করুন
ফোন পুরোপুরি বন্ধ করে কয়েক সেকেন্ড পর চালু করুন। অনেক সময় সাময়িক সফটওয়্যার ত্রুটি রিস্টার্টের মাধ্যমে সমাধান হয়ে যায়।
ধাপ ২: সাম্প্রতিক ইনস্টল করা অ্যাপ মুছে ফেলুন
যদি নতুন কোনো অ্যাপ ইনস্টল করার পর সমস্যা শুরু হয়ে থাকে, তাহলে সেটি আনইনস্টল করুন। ভুল কনফিগারেশন করা হলে সেটিংস আগের অবস্থায় ফিরিয়ে নিন।
ধাপ ৩: সেফ মোডে চালু করুন
সেফ মোডে ফোন চালালে অপ্রয়োজনীয় সব অ্যাপ বন্ধ থাকে। যদি এই মোডে সবুজ লাইন না থাকে, তাহলে সমস্যা কোনো অ্যাপ বা সফটওয়্যার সেটিংসের কারণে হচ্ছে।
ধাপ ৪: সিস্টেম আপডেট চেক করুন
ফোনের সেটিংসে গিয়ে System > System Update অপশনে চেক করুন নতুন কোনো আপডেট আছে কি না। অনেক সময় নির্মাতা কোম্পানি স্ক্রিন সমস্যার সমাধান আপডেটের মাধ্যমে দেয়।
ধাপ ৫: ফ্যাক্টরি রিসেট করুন
সব চেষ্টা ব্যর্থ হলে ফ্যাক্টরি রিসেট করুন। এটি ফোনের সব ডেটা মুছে নতুন করে অ্যান্ড্রয়েড ইনস্টল করবে। তবে রিসেটের আগে অবশ্যই ডেটা ব্যাকআপ নিন।
যদি সমস্যা থেকে যায়: উপরের সব ধাপ চেষ্টা করার পরও যদি সবুজ লাইন থেকে যায়, তাহলে এটি প্রায় নিশ্চিতভাবেই হার্ডওয়্যার সমস্যা। হতে পারে—
* স্ক্রিন পরিবর্তন করতে হবে
* স্ক্রিন ও মাদারবোর্ডের মধ্যে কানেকশন ঠিক করতে হবে
* অনুমোদিত সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়াই সবচেয়ে ভালো সমাধান। ফোনের ওয়ারেন্টি থাকলে বিনামূল্যে মেরামত বা স্ক্রিন পরিবর্তনের সুযোগ পাওয়া যেতে পারে।
অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনে গ্রিন লাইন সমস্যা ছোট মনে হলেও এর পেছনে বড় কারণ থাকতে পারে যা সফটওয়্যার ত্রুটি থেকে শুরু করে গুরুতর হার্ডওয়্যার ক্ষতিও হতে পারে।
তাই প্রথমেই ঘরে বসে সহজ কিছু সমাধান, যেমন রিস্টার্ট, সেফ মোড, অ্যাপ অপসারণ বা সিস্টেম আপডেট চেষ্টা করা যেতে পারে।
তবে সমস্যা যদি থেকে যায়, দেরি না করে অনুমোদিত সার্ভিস সেন্টারে যোগাযোগ করাই নিরাপদ উপায়। সময়মতো সঠিক পদক্ষেপ নিলে শুধু ফোনের আয়ুষ্কালই বাড়বে না, অপ্রয়োজনীয় খরচ থেকেও বাঁচা সম্ভব হবে।
সূত্র: কার্লকেয়ার
অ্যান্ড্রয়েড ফোনে গ্রিন লাইন বেশ অস্বস্তিকর ও বিরক্তিকর। ব্র্যান্ডের অনেক ফোনেই এই সমস্যা দেখা দেয়। তবে এটি কখনো সফটওয়্যার ত্রুটি, কখনো হার্ডওয়্যার খারাপ হওয়ার ফলেই হতে পারে। কখনো গ্রিন লাইনটি ওপরের দিক থেকে নিচ পর্যন্ত দেখা যায়, কখনো তা ঝলমল করতে থাকে বা কালো অংশ ও অন্য রঙের দাগের সঙ্গে মিশে যায়। এই সমস্যার সঠিক কারণ বোঝা গুরুত্বপূর্ণ। কারণ এর সমাধান নির্ভর করে সমস্যার উৎসের ওপর।
কেন হয় গ্রিন লাইন
ফোনের স্ক্রিনে গ্রিন লাইন আসার পেছনে নানা কারণ থাকতে পারে, যেমন—
ডিসপ্লে সংযোগ ঢিলা হয়ে যাওয়া
স্ক্রিন ও মাদারবোর্ডের মধ্যে ফ্লেক্স কেবল বা কানেকশন ঢিলা হলে গ্রিন লাইন দেখা দিতে পারে।
ডিসপ্লে সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়া
ধাক্কা বা পড়ে যাওয়ার ফলে কানেকশন নষ্ট হয়ে যেতে পারে।
পানির ক্ষতি
ফোন ভিজে গেলে স্ক্রিনের সার্কিটে সমস্যা দেখা দেয়।
ফল্টি অ্যাপ বা সফটওয়্যার কনফিগারেশন
ত্রুটিপূর্ণ অ্যাপ বা ভুল সেটিংসের কারণে সফটওয়্যার স্তরে স্ক্রিনে লাইন দেখা দিতে পারে।
সাম্প্রতিক সিস্টেম আপডেটের ত্রুটি
অনেক সময় নতুন সফটওয়্যার আপডেটের পরও এই সমস্যা দেখা দেয়।
যদি গ্রিন লাইনের সঙ্গে স্ক্রিনে অন্য রং, কালো দাগ বা ফাটল দেখা যায়, তবে তা নিশ্চিতভাবেই ডিসপ্লে ফিজিক্যালি ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ।
সমাধানের উপায়
সমস্যার উৎস অনুযায়ী নিম্নলিখিত ধাপগুলো চেষ্টা করে দেখতে পারেন—
ধাপ ১: ফোন বন্ধ করুন ও আবার চালু করুন
ফোন পুরোপুরি বন্ধ করে কয়েক সেকেন্ড পর চালু করুন। অনেক সময় সাময়িক সফটওয়্যার ত্রুটি রিস্টার্টের মাধ্যমে সমাধান হয়ে যায়।
ধাপ ২: সাম্প্রতিক ইনস্টল করা অ্যাপ মুছে ফেলুন
যদি নতুন কোনো অ্যাপ ইনস্টল করার পর সমস্যা শুরু হয়ে থাকে, তাহলে সেটি আনইনস্টল করুন। ভুল কনফিগারেশন করা হলে সেটিংস আগের অবস্থায় ফিরিয়ে নিন।
ধাপ ৩: সেফ মোডে চালু করুন
সেফ মোডে ফোন চালালে অপ্রয়োজনীয় সব অ্যাপ বন্ধ থাকে। যদি এই মোডে সবুজ লাইন না থাকে, তাহলে সমস্যা কোনো অ্যাপ বা সফটওয়্যার সেটিংসের কারণে হচ্ছে।
ধাপ ৪: সিস্টেম আপডেট চেক করুন
ফোনের সেটিংসে গিয়ে System > System Update অপশনে চেক করুন নতুন কোনো আপডেট আছে কি না। অনেক সময় নির্মাতা কোম্পানি স্ক্রিন সমস্যার সমাধান আপডেটের মাধ্যমে দেয়।
ধাপ ৫: ফ্যাক্টরি রিসেট করুন
সব চেষ্টা ব্যর্থ হলে ফ্যাক্টরি রিসেট করুন। এটি ফোনের সব ডেটা মুছে নতুন করে অ্যান্ড্রয়েড ইনস্টল করবে। তবে রিসেটের আগে অবশ্যই ডেটা ব্যাকআপ নিন।
যদি সমস্যা থেকে যায়: উপরের সব ধাপ চেষ্টা করার পরও যদি সবুজ লাইন থেকে যায়, তাহলে এটি প্রায় নিশ্চিতভাবেই হার্ডওয়্যার সমস্যা। হতে পারে—
* স্ক্রিন পরিবর্তন করতে হবে
* স্ক্রিন ও মাদারবোর্ডের মধ্যে কানেকশন ঠিক করতে হবে
* অনুমোদিত সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়াই সবচেয়ে ভালো সমাধান। ফোনের ওয়ারেন্টি থাকলে বিনামূল্যে মেরামত বা স্ক্রিন পরিবর্তনের সুযোগ পাওয়া যেতে পারে।
অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনে গ্রিন লাইন সমস্যা ছোট মনে হলেও এর পেছনে বড় কারণ থাকতে পারে যা সফটওয়্যার ত্রুটি থেকে শুরু করে গুরুতর হার্ডওয়্যার ক্ষতিও হতে পারে।
তাই প্রথমেই ঘরে বসে সহজ কিছু সমাধান, যেমন রিস্টার্ট, সেফ মোড, অ্যাপ অপসারণ বা সিস্টেম আপডেট চেষ্টা করা যেতে পারে।
তবে সমস্যা যদি থেকে যায়, দেরি না করে অনুমোদিত সার্ভিস সেন্টারে যোগাযোগ করাই নিরাপদ উপায়। সময়মতো সঠিক পদক্ষেপ নিলে শুধু ফোনের আয়ুষ্কালই বাড়বে না, অপ্রয়োজনীয় খরচ থেকেও বাঁচা সম্ভব হবে।
সূত্র: কার্লকেয়ার
আন্দোলনে অংশ নেওয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, আমরা স্পষ্টভাবে বলছি, শাকসু বানচালের চেষ্টা চলছে। শিক্ষার্থীরা এটা কোনোভাবেই মেনে নেবে না। যদি আগামী সোমবার ভিসি এসে নির্বাচন কমিশন গঠন করে রোডম্যাপ ঘোষণা না করেন, তাহলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের...
১ ঘণ্টা আগেসংগঠনের তথ্য, উপহার প্রদান, অনুভূতি বক্স এবং মেহেদি দেওয়ার জন্য উৎসবের ছাউনিতে চারটি আলাদা বুথ। সেখানে ছিল নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আয়োজকরা নতুন সদস্য আহ্বান ও প্রচারপত্র বিলি করেন। ফটকের সামনে একটি ব্যানারে লেখা, ‛প্রিয় ভাইয়েরা, ভেতরে প্রবেশ ও উঁকি মারা থেকে বিরত থাকুন।’
২ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেছেন, ছাত্রদল নেতা ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে—কেউ যেন আইনের ফাঁক দিয়ে কেউ বেরিয়ে না যায়।
৩ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
৪ ঘণ্টা আগে