আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গুগলের নতুন এআই ন্যানো বানানা

মোশাররফ হোসেন
গুগলের নতুন এআই ন্যানো বানানা

গুগল নতুন প্রযুক্তি আনলেই নামকরণে একটু ভিন্নতা আনার চেষ্টা করে। তাদের প্রথম বড় ভাষা মডেলের নাম ছিল বার্ড, পরে বদলে হলো জেমিনি। আবার সার্চে এআই যোগ করা হয়েছিল সার্চ জেনারেটিভ এক্সপেরিয়েন্স (এসজিই) নামে। এবার নতুন এআই ইমেজ মডেলের নাম দিয়েছে ‘ন্যানো বানানা’। নামটা যতই অদ্ভুত হোক না কেন, এর কাজ কিন্তু চমকে দেওয়ার মতো।

ন্যানো বানানা যা করতে পারে

বিজ্ঞাপন

অন্য এআই যেখানে নতুন ছবি বানাতে দক্ষ, ন্যানো বানানার বিশেষত্ব হলো পুরোনো বা বিদ্যমান ছবিকে এডিট করা। সাদা কুকুরের লোমকে রঙিন পশমে সাজিয়ে এমন ছবি তৈরি করেছে, যেন সত্যিই রঙ করা হয়েছে। নির্মাণাধীন একটি রেস্তোরাঁর ছবিকে বদলে দিয়েছে একেবারে প্রস্তুত, সাজানো অবস্থায়। পুরোনো সাদা-কালো ছবিকে রঙিন ও পরিষ্কার করেছে, এমনকি ছবির ক্ষতিগ্রস্ত অংশও ঠিক করেছে। একটি পারিবারিক ছবিকে রঙিন করার পর ব্যবহারকারী বুঝতে পেরেছেন, ছবিটি কোথায় তোলা হয়েছিল। এই কাজগুলো এতটাই বাস্তবসম্মত যে প্রথম দেখায় বোঝা কঠিন হয়ে যায়, ছবিটি আসল নাকি এআই এডিট করা।

কারা ব্যবহার করতে পারবেন?

ডিজাইনাররা তাদের ভবিষ্যৎ প্রজেক্ট কেমন হবে, সেটা ক্লায়েন্টকে দেখাতে পারবেন। গ্রাফিকস ডিজাইনার ও ফ্রিল্যান্সাররা খুব সহজে ক্লায়েন্টের জন্য ছবি এডিট করতে পারবেন। সাংবাদিক ও গবেষকরা পুরোনো ছবি বা নথিপত্র নতুনভাবে উপস্থাপন করতে পারবেন। আর সাধারণ ব্যবহারকারীরাও চাইলে শখের বসে ছবিতে রঙ বা নতুন সাজ দিতে পারবেন।

ব্যবহার করার নিয়ম

ন্যানো বানানা এখন পাওয়া যাচ্ছে Gemini 2.5 Flash-এ। ব্যবহার করতে চাইলে gemini.google.com-এ প্রবেশ করুন।

মডেল হিসেবে Gemini 2.5 Flash সিলেক্ট করুন।

ছবি আপলোড করুন।

কীভাবে এডিট করতে চান, তা লিখে দিন।

কয়েক সেকেন্ডের মধ্যেই এআই ছবিটি নতুন রূপে সাজিয়ে দেবে।

নিরাপত্তাব্যবস্থা

যাতে এই প্রযুক্তি ভুয়া তথ্য তৈরিতে ব্যবহার না হয়, গুগল প্রতিটি ছবিতে অদৃশ্য ও দৃশ্যমান ওয়াটারমার্ক যোগ করছে। ফলে সহজেই বোঝা যাবে ছবিটি এআই তৈরি করেছে নাকি আসল।

শেষ কথা

অদ্ভুত নামের আড়ালে লুকিয়ে আছে এক অসাধারণ প্রযুক্তি। ন্যানো বানানা ছবিকে শুধু সুন্দর করে না, বরং পুরোনো স্মৃতিকে নতুন করে জীবন্ত করে তোলে। ভবিষ্যতে এটি গ্রাফিকস ডিজাইনার, ফ্রিল্যান্সার, স্থপতি থেকে শুরু করে সাধারণ মানুষ—সবার জন্যই এক অপরিহার্য টুল হয়ে উঠতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

৩০০ কোটি টাকা বাজেটে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন ভারতে

তালাকের পর আবার বিয়ে, যে ব্যাখ্যা দিলেন আবু ত্বহার স্ত্রী সাবিকুন নাহার

আমিরুলের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ

আলেম-ওলামাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে তা রুখে দেওয়া হবে

এলাকার খবর
খুঁজুন