মোশাররফ হোসেন
গুগল নতুন প্রযুক্তি আনলেই নামকরণে একটু ভিন্নতা আনার চেষ্টা করে। তাদের প্রথম বড় ভাষা মডেলের নাম ছিল বার্ড, পরে বদলে হলো জেমিনি। আবার সার্চে এআই যোগ করা হয়েছিল সার্চ জেনারেটিভ এক্সপেরিয়েন্স (এসজিই) নামে। এবার নতুন এআই ইমেজ মডেলের নাম দিয়েছে ‘ন্যানো বানানা’। নামটা যতই অদ্ভুত হোক না কেন, এর কাজ কিন্তু চমকে দেওয়ার মতো।
ন্যানো বানানা যা করতে পারে
অন্য এআই যেখানে নতুন ছবি বানাতে দক্ষ, ন্যানো বানানার বিশেষত্ব হলো পুরোনো বা বিদ্যমান ছবিকে এডিট করা। সাদা কুকুরের লোমকে রঙিন পশমে সাজিয়ে এমন ছবি তৈরি করেছে, যেন সত্যিই রঙ করা হয়েছে। নির্মাণাধীন একটি রেস্তোরাঁর ছবিকে বদলে দিয়েছে একেবারে প্রস্তুত, সাজানো অবস্থায়। পুরোনো সাদা-কালো ছবিকে রঙিন ও পরিষ্কার করেছে, এমনকি ছবির ক্ষতিগ্রস্ত অংশও ঠিক করেছে। একটি পারিবারিক ছবিকে রঙিন করার পর ব্যবহারকারী বুঝতে পেরেছেন, ছবিটি কোথায় তোলা হয়েছিল। এই কাজগুলো এতটাই বাস্তবসম্মত যে প্রথম দেখায় বোঝা কঠিন হয়ে যায়, ছবিটি আসল নাকি এআই এডিট করা।
কারা ব্যবহার করতে পারবেন?
ডিজাইনাররা তাদের ভবিষ্যৎ প্রজেক্ট কেমন হবে, সেটা ক্লায়েন্টকে দেখাতে পারবেন। গ্রাফিকস ডিজাইনার ও ফ্রিল্যান্সাররা খুব সহজে ক্লায়েন্টের জন্য ছবি এডিট করতে পারবেন। সাংবাদিক ও গবেষকরা পুরোনো ছবি বা নথিপত্র নতুনভাবে উপস্থাপন করতে পারবেন। আর সাধারণ ব্যবহারকারীরাও চাইলে শখের বসে ছবিতে রঙ বা নতুন সাজ দিতে পারবেন।
ব্যবহার করার নিয়ম
ন্যানো বানানা এখন পাওয়া যাচ্ছে Gemini 2.5 Flash-এ। ব্যবহার করতে চাইলে gemini.google.com-এ প্রবেশ করুন।
মডেল হিসেবে Gemini 2.5 Flash সিলেক্ট করুন।
ছবি আপলোড করুন।
কীভাবে এডিট করতে চান, তা লিখে দিন।
কয়েক সেকেন্ডের মধ্যেই এআই ছবিটি নতুন রূপে সাজিয়ে দেবে।
নিরাপত্তাব্যবস্থা
যাতে এই প্রযুক্তি ভুয়া তথ্য তৈরিতে ব্যবহার না হয়, গুগল প্রতিটি ছবিতে অদৃশ্য ও দৃশ্যমান ওয়াটারমার্ক যোগ করছে। ফলে সহজেই বোঝা যাবে ছবিটি এআই তৈরি করেছে নাকি আসল।
শেষ কথা
অদ্ভুত নামের আড়ালে লুকিয়ে আছে এক অসাধারণ প্রযুক্তি। ন্যানো বানানা ছবিকে শুধু সুন্দর করে না, বরং পুরোনো স্মৃতিকে নতুন করে জীবন্ত করে তোলে। ভবিষ্যতে এটি গ্রাফিকস ডিজাইনার, ফ্রিল্যান্সার, স্থপতি থেকে শুরু করে সাধারণ মানুষ—সবার জন্যই এক অপরিহার্য টুল হয়ে উঠতে পারে।
গুগল নতুন প্রযুক্তি আনলেই নামকরণে একটু ভিন্নতা আনার চেষ্টা করে। তাদের প্রথম বড় ভাষা মডেলের নাম ছিল বার্ড, পরে বদলে হলো জেমিনি। আবার সার্চে এআই যোগ করা হয়েছিল সার্চ জেনারেটিভ এক্সপেরিয়েন্স (এসজিই) নামে। এবার নতুন এআই ইমেজ মডেলের নাম দিয়েছে ‘ন্যানো বানানা’। নামটা যতই অদ্ভুত হোক না কেন, এর কাজ কিন্তু চমকে দেওয়ার মতো।
ন্যানো বানানা যা করতে পারে
অন্য এআই যেখানে নতুন ছবি বানাতে দক্ষ, ন্যানো বানানার বিশেষত্ব হলো পুরোনো বা বিদ্যমান ছবিকে এডিট করা। সাদা কুকুরের লোমকে রঙিন পশমে সাজিয়ে এমন ছবি তৈরি করেছে, যেন সত্যিই রঙ করা হয়েছে। নির্মাণাধীন একটি রেস্তোরাঁর ছবিকে বদলে দিয়েছে একেবারে প্রস্তুত, সাজানো অবস্থায়। পুরোনো সাদা-কালো ছবিকে রঙিন ও পরিষ্কার করেছে, এমনকি ছবির ক্ষতিগ্রস্ত অংশও ঠিক করেছে। একটি পারিবারিক ছবিকে রঙিন করার পর ব্যবহারকারী বুঝতে পেরেছেন, ছবিটি কোথায় তোলা হয়েছিল। এই কাজগুলো এতটাই বাস্তবসম্মত যে প্রথম দেখায় বোঝা কঠিন হয়ে যায়, ছবিটি আসল নাকি এআই এডিট করা।
কারা ব্যবহার করতে পারবেন?
ডিজাইনাররা তাদের ভবিষ্যৎ প্রজেক্ট কেমন হবে, সেটা ক্লায়েন্টকে দেখাতে পারবেন। গ্রাফিকস ডিজাইনার ও ফ্রিল্যান্সাররা খুব সহজে ক্লায়েন্টের জন্য ছবি এডিট করতে পারবেন। সাংবাদিক ও গবেষকরা পুরোনো ছবি বা নথিপত্র নতুনভাবে উপস্থাপন করতে পারবেন। আর সাধারণ ব্যবহারকারীরাও চাইলে শখের বসে ছবিতে রঙ বা নতুন সাজ দিতে পারবেন।
ব্যবহার করার নিয়ম
ন্যানো বানানা এখন পাওয়া যাচ্ছে Gemini 2.5 Flash-এ। ব্যবহার করতে চাইলে gemini.google.com-এ প্রবেশ করুন।
মডেল হিসেবে Gemini 2.5 Flash সিলেক্ট করুন।
ছবি আপলোড করুন।
কীভাবে এডিট করতে চান, তা লিখে দিন।
কয়েক সেকেন্ডের মধ্যেই এআই ছবিটি নতুন রূপে সাজিয়ে দেবে।
নিরাপত্তাব্যবস্থা
যাতে এই প্রযুক্তি ভুয়া তথ্য তৈরিতে ব্যবহার না হয়, গুগল প্রতিটি ছবিতে অদৃশ্য ও দৃশ্যমান ওয়াটারমার্ক যোগ করছে। ফলে সহজেই বোঝা যাবে ছবিটি এআই তৈরি করেছে নাকি আসল।
শেষ কথা
অদ্ভুত নামের আড়ালে লুকিয়ে আছে এক অসাধারণ প্রযুক্তি। ন্যানো বানানা ছবিকে শুধু সুন্দর করে না, বরং পুরোনো স্মৃতিকে নতুন করে জীবন্ত করে তোলে। ভবিষ্যতে এটি গ্রাফিকস ডিজাইনার, ফ্রিল্যান্সার, স্থপতি থেকে শুরু করে সাধারণ মানুষ—সবার জন্যই এক অপরিহার্য টুল হয়ে উঠতে পারে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের পর স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর পালিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
৫ ঘণ্টা আগে১৮৪৬ সালের ১৬ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী দিন। বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো এক রোগীর শরীরে ব্যথাহীন অস্ত্রোপচার সম্পন্ন হয়। দাঁতের চিকিৎসক ডা. উইলিয়াম মর্টন রোগী গিলবার্ট অ্যাবটের মুখে ইথার গ্যাস শ্বাসের মাধ্যমে প্রয়োগ করেন। কয়েক মিনিটের মধ্যেই রোগী
৫ ঘণ্টা আগেকরোনা ভ্যাকসিনের দীর্ঘমেয়াদি জটিলতা নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা এবং অন্ধবিশ্বাস। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে স্ক্যাবিসসহ কিছু সংক্রামক চর্মরোগ মহামারির আকার ধারণ করেছে। বেশির ভাগ মানুষ বিশ্বাস করে, করোনা ভ্যাকসিন গ্রহণ করার ফলে তাদের বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে। আবার
৬ ঘণ্টা আগেবাংলাদেশ ষড়ঋতুর দেশ। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগবালাই আবির্ভাব হয়। বাংলাদেশে হেমন্তকালের শেষের দিকে শীতকাল খুব কাছাকাছি চলে আসে। ঋতু পরিবর্তনের এ সময় তাপমাত্রার ওঠানামা ও শুষ্ক বাতাসের কারণে সর্দি-কাশি, জ্বরসহ অন্যান্য রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা
৬ ঘণ্টা আগে