উন্নত ফিচার নিয়ে আসছে অ্যান্ড্রয়েড ১৬ এর নতুন আপডেট

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২২ মে ২০২৫, ১২: ৫৬
আপডেট : ২২ মে ২০২৫, ১২: ৫৭

অ্যান্ড্রয়েড ১৬ এর নতুন বেটা সংস্করণের ঘোষণা দিয়েছে গুগল। প্রযুক্তির জগতে অবিরাম পরিবর্তন ও উন্নয়নের সাথে ব্যবহারকারীদের জন্য নতুন এবং উন্নত ফিচার থাকবে এতে। নতুন আপডেটে ‘ম্যাটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ ডিজাইন’ রয়েছে, যা মোবাইল ফোন ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দিতে চলেছে।

সম্প্রতি গুগল এ সংস্করণটি পিক্সেল ইউজারদের জন্য উন্মুক্ত করেছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনগুলো ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে অনেকাংশেই উন্নত করবে।

বিজ্ঞাপন

ফিচারভিত্তিক বড় পরিবর্তন নিয়ে আসা এই আপডেটে থাকছে- ফোনের লুক ও ফিল পরিবর্তন করার জন্য নতুন লঞ্চার, নোটিফিকেশন বার এখন আরও সহজ এবং কার্যকরী হিসেবে কাজ করবে, ব্যবহারকারীদের জন্য নিরাপত্তা বাড়াতে পরিবর্তন করা হয়েছে লক স্ক্রিন, খুব সহজে পরিবর্তন করা যাবে প্রয়োজনীয় সেটিংস।

যেভাবে পাবেন এই আপডেট?

১. গুগলের Android Beta Program ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করুন।

২. উপযুক্ত পিক্সেল ডিভাইসে লগইন করে OTA আপডেটের মাধ্যমে ইনস্টল করুন।

৩. চাইলে পরবর্তীতে কিউপিআর বেটা থেকে অপ্ট-আউট করা যাবে, তবে এতে সমস্ত ডেটা হারানোর ঝুঁকি রয়েছে।

বিষয়:

গুগল
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত