গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য সরানোর উপায়

টি এইচ মাহির
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১২: ৫২

অনলাইনে প্রতারণাকারীদের অন্যতম হাতিয়ার মানুষের ব্যক্তিগত তথ্য। প্রতারকরা যদি কারো ব্যক্তিগত তথ্য যেমনÑইমেইল, ফোন নম্বর, ঠিকানা, পরিচয়পত্রের তথ্য পায়, তবে সেগুলো ব্যবহার করে প্রতারণা করে। যার কারণে বিপদ ও হয়রানির শিকার হতে পারেন সাধারণ মানুষ। আর এসব তথ্য তারা অধিকাংশ সময় খুঁজে পায় গুগল থেকে। গুগল সার্চ ইঞ্জিনে অনেক সময় ব্যক্তিগত তথ্য প্রদর্শিত হয়। সেসব তথ্য হতে পারে হয়রানির কারণ। তবে গুগল বর্তমানে ব্যক্তিগত তথ্য মোছার ব্যবস্থা এনেছে। গুগল সার্চ ইঞ্জিন থেকে নিজের ব্যক্তিগত তথ্য সরানো যাবে।

গুগল থেকে সংবেদনশীল তথ্য সরাতে যেতে হবে গুগলের ‘গুগল রেজাল্ট অ্যাবাউট ইউ’ পেজে। যদিও বর্তমানে এই ফিচারটি বাংলাদেশের জন্য উপযুক্ত নয়। এটি বর্তমানে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, মেক্সিকো, স্পেন, ফ্রান্স, সুইডেন, থাইল্যান্ড, ভারত ও ইন্দোনেশিয়ার ব্যবহারকারীদের জন্য পাওয়া যাবে। ভবিষ্যতে সবার জন্য উন্মুক্ত হবে। তবে ভিপিএন ব্যবহার করে এই ফিচার ব্যবহার করা যাবে। সে ক্ষেত্রে ওই দেশগুলোর ভিপিএন ব্যবহার করতে হবে। যাইহোক, এই পেজে প্রবেশ করলে গুগল অ্যাকাউন্ট লগইন করা থাকতে হবে। তারপর গুগল নিজের ঠিকানা, ফোন নম্বর, ইমেইল দিতে বলবে।

বিজ্ঞাপন

তথ্যগুলো পূরণ করার পর গুগল ইমেইল অথবা অ্যাপের মাধ্যমে নোটিফিকেশন পাঠানোর অনুমতি চাইবে। তারপর কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। কয়েক ঘণ্টা পর একটি প্রতিবেদন পাওয়া যাবে। ‘রেজাল্ট অ্যাবাউট ইউ’ পেজে দেখা যাবে গুগল সার্চে নিজের সম্পর্কে কোনো ব্যক্তিগত তথ্য দেখাচ্ছে কি না। সেখান থেকে যে ফলগুলো মুছা দরকার, তা টিক মার্ক দিয়ে মুছে ফেলা যাবে। তাহলে সেটি আর গুগল সার্চে দেখাবে না। এই ফিচার ছাড়াও গুগল সরাসরি গুগল সার্চের ফল থেকে তথ্য সরানো যাবে। সে ক্ষেত্রে নির্দিষ্ট ফলের ডান পাশে থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে। তারপর ‘রিমুভ রেজাল্ট’ বাটনে ক্লিক করলে সেখানে উল্লেখ করতে হবে, কেন ফলাফলটি সরানো প্রয়োজন। গুগল ফলটি সরানোর পর একটি নোটিফিকেশন পাঠাবে। এভাবে জাতীয়/সরকারি পরিচয়পত্র নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, ক্রেডিট কার্ড নম্বর, ব্যক্তিগত স্বাক্ষর, লগইন তথ্য এবং প্রশংসাপত্র, মেডিকেল রেকর্ড ও ডিফফেক ফলাফলও সরানো যাবে।

এ ছাড়া গুগলে সরাসরি একটি ফরম পূরণ করে ব্যক্তিগত তথ্য সরানো যাবে। যেটি বাংলাদেশি ব্যবহারকারীও করতে পারবে। সে ক্ষেত্রে গুগলে ‘রিমোভাল রিকোয়েস্ট ফরম’ লিখে সার্চ দিলে দুটো ফরম আসবে। এই দুটিতে নির্দিষ্ট তথ্য পূরণ করে জমা দিতে হবে। এর মধ্যে গুগল সাপোর্টের ‘কনটেন্ট রিমোভাল ফরম’ নামের ফরমটি দিয়ে বাংলাদেশি ব্যবহারকারীরা তথ্য সরানোর আবেদন করতে পারবে। ফরমটিতে গুগল সার্চ থেকে নির্দিষ্ট তথ্যটি কেন সরানো প্রয়োজন, তা উল্লেখ করতে হবে। তারপর এটির ইউআরএল বা লিংক, স্ক্রিনশটসহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। ফরম পূরণ করলেই গুগল তা খতিয়ে দেখবে এবং তথ্য মুছে ফেলবে। আবার গুগল থেকে যদি পুরোনো কোনো নিজের ওয়েবপেজ, ছবি মুছে ফেলার দরকার হয়, তবে গুগল সার্চ কনসোলের ‘রিমুভ আউটডেইটেড কনটেন্ট’ পেজে যেতে হবে। সেখানে ওয়েব পেজটির লিংক বা ছবির লিংক দিয়ে আবেদন করতে হবে। এভাবেই গুগলের লাইভ পৃষ্ঠা থেকে নিজের ব্যক্তিগত বা ঝুঁকিপূর্ণ তথ্য মুছে ফেলা যাবে।

বিষয়:

ছবিগুগল
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত