
এমরানা আহমেদ

পর্দা নামল লেখক, প্রকাশক ও পাঠকদের মাসব্যাপী অমর একুশে বইমেলার। সেই সঙ্গে ভাঙল লেখক, পাঠক আর প্রকাশকদের মিলনমেলা।
গতকাল শুক্রবার শেষ দিন মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, কেউ কেউ ক্যাটালগ দেখে সংগ্রহ করে নিচ্ছেন পছন্দের বই। বিক্রি হচ্ছে অনেক নতুন লেখকের বইও। বেচাকেনা আশানুরূপ না হওয়ায় প্রকাশকদের মুখে হাসি নেই। তবে প্রতিটি স্টলেই ব্যস্ত সময় পার করতে দেখা যায় পাঠক, লেখক ও প্রকাশকদের। সবার অবস্থাই মোটামুটি একই রকম।
বাংলা একাডেমির তথ্য কেন্দ্রে শেষ দিনে নতুন বই জমা পড়ে ৩৩৫টি। ২৮ দিনে মোট বই জমা পড়ে তিন হাজার ২৯৯টি। গতকাল বিকাল ৫টায় বাংলা একাডেমির সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৭ দিনে মেলায় বাংলা একাডেমির বই বিক্রি হয় মোট ৬১ লাখ ৬৫ হাজার ৫৯৩ টাকার।
এদিকে মেলার শেষ দিনও চাপা ক্ষোভ দেখা গেছে সোহরাওয়ার্দী উদ্যানের স্টলের অবহেলা নিয়ে। এ প্রসঙ্গে লেখক ও গবেষক কাজল রশীদ শাহীন বলেন, মেলাকে ঘিরে আয়োজক কর্তৃপক্ষের বাণিজ্য কিন্তু কম হয় না। কিন্তু মান ও সেবা উন্নতকরণে তাদের কোনো আন্তরিক প্রচেষ্টা দৃশ্যমান নয়। মেলা হবে সব মানুষের মিলিত হওয়ার আরামদায়ক একটা জায়গা। অথচ মেলার চরিত্রের ভেতর আমরা মানুষের ভোগান্তি-অস্বস্তি ও কষ্টকে অনিবার্য করে তুলেছি। এত ত্যাগের পর বইমেলা আমাদের হতাশ করেছে।
কথাপ্রকাশের প্রকাশক জসিম বলেন, এবারের বইমেলায় দর্শনার্থীর ভিড় থাকলেও প্রকৃত বইপ্রেমী পাঠক কম এসেছে। কেউ কেউ বই দেখে চলে গেছে। কিন্তু আমাদের বই নির্বাচিত, পাঠকও তেমন। ফলে আমাদের আগ্রহ সারা বছর। তাই মেলা নিয়ে খুব আশাবাদী ছিলাম না।
গীতিকার শহীদুল্লাহ ফরায়জী বলেন, জুলাই গণঅভ্যুত্থান বইমেলায় আমাদের নতুন দরজা খুলে দিয়েছে।
বইমেলার সমাপনী অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, যারা তরুণ তাদের বাংলা একাডেমির সঙ্গে সংযোগ নেই। এখানে শুধু প্রবীণদের পদচারণা। আমরা এটা বদলাতে চাই। আমরা মনে করি বাংলা একাডেমির সংস্কার প্রয়োজন। এতে লেখক, গবেষক ও গুণীজনরা কাজ করবেন। গুণীজন হিসেবে প্রবীণদের সঙ্গে তরুণ লেখকরাও যুক্ত হবেন।
সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিদুর রহমান। প্রতিবেদন উপস্থাপন করেন এ বছরের বইমেলার সদস্য সচিব সরকার আমিন।
এবার বাংলা একাডেমি পুরস্কার পাওয়া শিক্ষক ও অনুবাদক জি এইচ হাবীব বলেন, কেবল বইমেলায় বই প্রকাশ না করে আমাদের সারা বছর বই প্রকাশ করা উচিত।
অনুষ্ঠানে কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০২৫, সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ২০২৪, চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার এবং শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার দেওয়া হয়।

পর্দা নামল লেখক, প্রকাশক ও পাঠকদের মাসব্যাপী অমর একুশে বইমেলার। সেই সঙ্গে ভাঙল লেখক, পাঠক আর প্রকাশকদের মিলনমেলা।
গতকাল শুক্রবার শেষ দিন মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, কেউ কেউ ক্যাটালগ দেখে সংগ্রহ করে নিচ্ছেন পছন্দের বই। বিক্রি হচ্ছে অনেক নতুন লেখকের বইও। বেচাকেনা আশানুরূপ না হওয়ায় প্রকাশকদের মুখে হাসি নেই। তবে প্রতিটি স্টলেই ব্যস্ত সময় পার করতে দেখা যায় পাঠক, লেখক ও প্রকাশকদের। সবার অবস্থাই মোটামুটি একই রকম।
বাংলা একাডেমির তথ্য কেন্দ্রে শেষ দিনে নতুন বই জমা পড়ে ৩৩৫টি। ২৮ দিনে মোট বই জমা পড়ে তিন হাজার ২৯৯টি। গতকাল বিকাল ৫টায় বাংলা একাডেমির সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৭ দিনে মেলায় বাংলা একাডেমির বই বিক্রি হয় মোট ৬১ লাখ ৬৫ হাজার ৫৯৩ টাকার।
এদিকে মেলার শেষ দিনও চাপা ক্ষোভ দেখা গেছে সোহরাওয়ার্দী উদ্যানের স্টলের অবহেলা নিয়ে। এ প্রসঙ্গে লেখক ও গবেষক কাজল রশীদ শাহীন বলেন, মেলাকে ঘিরে আয়োজক কর্তৃপক্ষের বাণিজ্য কিন্তু কম হয় না। কিন্তু মান ও সেবা উন্নতকরণে তাদের কোনো আন্তরিক প্রচেষ্টা দৃশ্যমান নয়। মেলা হবে সব মানুষের মিলিত হওয়ার আরামদায়ক একটা জায়গা। অথচ মেলার চরিত্রের ভেতর আমরা মানুষের ভোগান্তি-অস্বস্তি ও কষ্টকে অনিবার্য করে তুলেছি। এত ত্যাগের পর বইমেলা আমাদের হতাশ করেছে।
কথাপ্রকাশের প্রকাশক জসিম বলেন, এবারের বইমেলায় দর্শনার্থীর ভিড় থাকলেও প্রকৃত বইপ্রেমী পাঠক কম এসেছে। কেউ কেউ বই দেখে চলে গেছে। কিন্তু আমাদের বই নির্বাচিত, পাঠকও তেমন। ফলে আমাদের আগ্রহ সারা বছর। তাই মেলা নিয়ে খুব আশাবাদী ছিলাম না।
গীতিকার শহীদুল্লাহ ফরায়জী বলেন, জুলাই গণঅভ্যুত্থান বইমেলায় আমাদের নতুন দরজা খুলে দিয়েছে।
বইমেলার সমাপনী অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, যারা তরুণ তাদের বাংলা একাডেমির সঙ্গে সংযোগ নেই। এখানে শুধু প্রবীণদের পদচারণা। আমরা এটা বদলাতে চাই। আমরা মনে করি বাংলা একাডেমির সংস্কার প্রয়োজন। এতে লেখক, গবেষক ও গুণীজনরা কাজ করবেন। গুণীজন হিসেবে প্রবীণদের সঙ্গে তরুণ লেখকরাও যুক্ত হবেন।
সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিদুর রহমান। প্রতিবেদন উপস্থাপন করেন এ বছরের বইমেলার সদস্য সচিব সরকার আমিন।
এবার বাংলা একাডেমি পুরস্কার পাওয়া শিক্ষক ও অনুবাদক জি এইচ হাবীব বলেন, কেবল বইমেলায় বই প্রকাশ না করে আমাদের সারা বছর বই প্রকাশ করা উচিত।
অনুষ্ঠানে কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০২৫, সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ২০২৪, চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার এবং শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার দেওয়া হয়।

আন্দোলনে অংশ নেওয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, আমরা স্পষ্টভাবে বলছি, শাকসু বানচালের চেষ্টা চলছে। শিক্ষার্থীরা এটা কোনোভাবেই মেনে নেবে না। যদি আগামী সোমবার ভিসি এসে নির্বাচন কমিশন গঠন করে রোডম্যাপ ঘোষণা না করেন, তাহলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের...
১ ঘণ্টা আগে
সংগঠনের তথ্য, উপহার প্রদান, অনুভূতি বক্স এবং মেহেদি দেওয়ার জন্য উৎসবের ছাউনিতে চারটি আলাদা বুথ। সেখানে ছিল নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আয়োজকরা নতুন সদস্য আহ্বান ও প্রচারপত্র বিলি করেন। ফটকের সামনে একটি ব্যানারে লেখা, ‛প্রিয় ভাইয়েরা, ভেতরে প্রবেশ ও উঁকি মারা থেকে বিরত থাকুন।’
২ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেছেন, ছাত্রদল নেতা ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে—কেউ যেন আইনের ফাঁক দিয়ে কেউ বেরিয়ে না যায়।
৩ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
৪ ঘণ্টা আগে