গরমে চাই ঠান্ডা চা

নুসরাত জাহান
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ১১: ২৮

এই গরমে গরম খাবার খেতে ইচ্ছা করছে না। আবার কিছু খেতে ভালোও লাগছে না। ঠান্ডা পানি ও লেবুর শরবত খেয়ে চলেছেন অনবরত। চা-প্রেমীরা ইচ্ছা হলেও গরম চায়ে চুমুক দিতেই ভয় পাচ্ছেন। তাই বলে চা পান না করলে চলে! তবে চলুন, আজ তাদের জন্যই বানিয়ে ফেলি ঠান্ডা ঠান্ডা চা।

আইস টি

বিজ্ঞাপন

উপকরণ : টি ব্যাগ একটি, মধু ২ টেবিল চামচ, পুদিনাপাতা ১২টি, লেবুর রস ৪ চা চামচ, লেবুর স্লাইস ৪টি ও বরফ।

প্রস্তুত প্রণালি : পানি ফুটিয়ে টি ব্যাগ দিয়ে চা বানিয়ে নিন। টি পটে মধু ও পুদিনাপাতা মেশান। চা ঠান্ডা হলে পাতা তুলে নিন। চা পটে ঢালুন। এতে বরফ কুচি ও লেবুর রস দিয়ে খুব ঠান্ডা করে নিন। কেউ বেশি মিষ্টি পছন্দ করলে এর সঙ্গে সামান্য চিনি মিশিয়ে নিন। পরিবেশনের সময় কাপে চা ঢেলে ওপরে লেবুর স্লাইস ও কয়েকটি পুদিনাপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

মিন্ট অ্যান্ড লেমন টি

উপকরণ : পানি ১ কাপ, চা পাতা ১ চা চামচ, পুদিনা পাতা ২-৩টি, লেবুর রস ২ চা চামচ, চিনি স্বাদমতো।

প্রস্তুত প্রণালি : পানি ফুটিয়ে এতে চা পাতা দিন। একটা লম্বা গ্লাসে বরফের টুকরা ও পুদিনা পাতা নিন। চায়ের লিকার ছাড়লে নামিয়ে ছেঁকে গ্লাসে ঢালুন। সঙ্গে চিনি মেশান। ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশনের আগে লেবুর রস ও বরফকুচি মিশিয়ে দিন।

গ্রিন টি পাঞ্চ

উপকরণ : গ্রিন টি ২ চা চামচ, চিনি ২ টেবিল চামচ, অরেঞ্জ স্কোয়াশ ১ কাপ, পানি ৩ গ্লাস, বরফ প্রয়োজনমতো।

প্রস্তুত প্রণালি : পানি ফুটিয়ে নামিয়ে এতে গ্রিন টি পাতা দিয়ে ঢাকনা দিয়ে রাখুন। পাঁচ মিনিট পর চা ছেঁকে পটে নিন। স্কোয়াশ বাদে সবকিছু মিশিয়ে ফ্রিজে ঠান্ডা হতে দিন। পরিবেশনের আগে অরেঞ্জ স্কোয়াশ ও বরফ কুচি মিশিয়ে পরিবেশন করুন।

বিষয়:

ঠান্ডা চা
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত