নতুন পোশাকে ঈদের আনন্দ

ওমর শাহেদ
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ১১: ১২

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এই আনন্দের দিনটিকে উদ্‌যাপনের জন্য সারা বছর ধরে সবাই প্রতীক্ষায় থাকেন। ঈদের পোশাক কেমন করেছে বাংলাদেশের ফ্যাশন হাউসগুলো, তার কটির খোঁজখবর।

অঞ্জন’স: অঞ্জন’স-এর সিইও শাহীন আহমেদ বলেছেন, সবচেয়ে বড় উৎসবের এই দিনটিকে আরো বেশি উৎসবমুখর ও আনন্দময় করতে অঞ্জন’স নিয়ে এসেছে এক্সক্লুসিভ ঈদ কালেকশন। সব বয়সী মানুষের জন্য এই আয়োজন সাজানো হয়েছে ট্রেন্ডি, স্টাইলিশ ও বৈচিত্র্যময় ডিজাইনের পোশাক দিয়ে। প্রতিবারের মতো এবারের ঈদ কালেকশনেও একই পরিবারের জন্য রয়েছে একই রঙের একই ডিজাইনের গ্রুপ পোশাক।

বিজ্ঞাপন

এবারের ঈদ বসন্তের শেষ ও গ্রীষ্মের শুরুতে পোশাক ডিজাইন, রঙ নির্বাচন ও ফেব্রিক ব্যবহারের ক্ষেত্রে এই বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এবারের ঈদ কালেকশনে মেয়েদের জন্য রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ-ওড়না, ট্রেন্ডি টপস ও বিভিন্ন ধরনের আধুনিক জুয়েলারি। ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি-পাজামা, শার্ট, ফতুয়া, টিশার্ট ও কটি। শিশু-কিশোরদের জন্য রয়েছে পাঞ্জাবি-পাজামা, শার্ট, সালোয়ার-কামিজ ও ফ্রক।

শাড়ি: রাজশাহী বলাকা সিল্ক, মসলিন, হাফ সিল্ক, কটন সিল্ক, লিনেন কটন, টাঙ্গাইল কটন ও ভয়েল কাপড়ে শাড়িগুলোয় ব্লকপ্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট ও এমব্রয়ডারি করা হয়েছে। ঈদ উপলক্ষে এক্সক্লুসিভ শাড়িগুলোয় অলওভার এমব্রয়ডারি ও কারচুপি করা হয়েছে।

পাঞ্জাবি: সাদা, লাল, মেরুন, কালো, নীল, সবুজ, বাদামিসহ বিভিন্ন রঙের পাঞ্জাবি রয়েছে এবারের ঈদ কালেকশনে। কটন, জ্যাকার্ড কটন, এন্ডি কটন, রেয়ন কটন, ভয়েলসহ বিভিন্ন কাপড়ের পাঞ্জাবিগুলোয় এমব্রয়ডারি, কারচুপি, ডিজিটাল প্রিন্ট ও স্ক্রিন প্রিন্ট করা হয়েছে।

নিপুণ: নিপুণের মহাব্যবস্থাপক মোশারফ হোসাইন বলেছেন, ঈদের মধ্যে ক্যাজুয়াল যে প্রোডাক্ট থাকে সেগুলোই থাকছে এবার। নিপুণের সব শোরুমে ঈদের পোশাকই শোভা পাচ্ছে। সালোয়ার-কামিজ ঈদের জন্য তারা তৈরি করেছেন। সেগুলোয় সব সময় হাতের কাজ থাকে, এবারও আছে, তবে আরো উন্নত মানের। আরো আছে কাট ওয়ার্ক ও স্ক্রিন ব্লক। নিপুণের ঈদের সব পোশাকে মেশিন এমব্রয়ডারি আছে, কারচুপি আছে। ঈদ যেহেতু গ্রীষ্মকালে হচ্ছে তাই সুতির পোশাক আরামদায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। লিলেন ও জয়শ্রীকেও ফেব্রিক হিসেবে বেছে নেওয়া হয়েছে। সব বয়সের সব মানুষের ঈদের পোশাকের ক্ষেত্রে আরামের কথা ভাবা হয়েছে। ঈদের শাড়ির ফেব্রিক হলো হাফ সিল্ক, কটন, বলাকা সিল্ক ও মসলিন।

ছেলেদের ঈদের পাঞ্জাবিতে লিলেন, কটন, কাশ্মীরি ও জয়শ্রী ফেব্রিক ব্যবহার করা হয়েছে। আর যে কাজগুলো করা হয়েছে, সেগুলো হলো—ব্লক, স্ক্রিন প্রিন্ট, হাতের কাজ, কারচুপি ও এমব্রয়ডারি। শিশুদের কাপড়ও মানানসই, আরামদায়ক ও সুন্দর করা হয়েছে। অনলাইনেও পছন্দের ঈদের পোশাক কেনাকাটা করা যাবে।

কে ক্র্যাফট: কে ক্র্যাফটের প্রধান খালিদ মাহমুদ খান বলেছেন, ক্রেতাদের জন্য ঈদে তারা সেরা আয়োজনটি করে থাকেন। নারী, পুরুষ ও শিশু-কিশোরদের জন্য পোশাকের পাশাপাশি উপহার সামগ্রী, ঘর সাজানোর আয়োজন, অলংকারসহ নানা পণ্য নিয়ে কে ক্র্যাফটের এবারের আয়োজন। সব বয়সী ক্রেতাদের কথা মাথায় রেখে বর্তমান আবহাওয়া বিবেচনা করে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে মানানসই ঈদ আয়োজন এরই মধ্যে সাড়া ফেলেছে। যৌক্তিক মূল্যসীমায় ডিজাইনে বৈচিত্র্যময় আয়োজন পাওয়া যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও কুমিল্লার কে ক্র্যাফট আউটলেটে। কে ক্র্যাফটের ফেসবুক পেজের মাধ্যমে ক্রেতারা দেশে ও সারা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে পণ্য অর্ডার করতে পারেন।

গ্রামীণ চেক: ফ্যাশন হাউস গ্রামীণ চেক তরুণ-তরুণীসহ পরিবারের সবার জন্য ডিজাইন করেছে বেশকিছু পোশাকে। এসব পোশাকের মধ্যে রয়েছে সালোয়ার-কামিজ, ফতুয়া, শাড়ি, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, লুঙ্গি প্রভৃতি। ঋতু ও দিবসের কথা চিন্তা করে রঙের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে সাদা, নীল, হলুদ, লাল, টিয়া, সাদা, কমলা, কালো, সবুজ, গোলাপি, আকাশি প্রভৃতি। শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট প্রভৃতি পোশাকে কাজ করা হয়েছে এমব্রয়ডারি, অ্যাপ্লিক, ব্লক, হাতের কাজ, স্প্রে, হ্যান্ডপেইন্ট, টাইডাই প্রভৃতি।

রঙ বাংলাদেশ: ঈদে বড়দের সঙ্গে ছোটদের আয়োজনেও সমান গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে আকর্ষণীয় পোশাক। পরিবারের সবার জন্য রয়েছে একই ধরনের ম্যাচিং পোশাক। ফলে বাবা-মা, মা-মেয়ে, বাবা-ছেলে এমনকি পরিবারের সবাই একই ডিজাইন বা থিমের পোশাক পরে উদ্‌যাপন করতে পারবে এবারের ঈদ উৎসব। এ ছাড়া রঙ বাংলাদেশের সাবব্র্যান্ড হিসেবে থাকছে—তরুণ প্রজন্মের জন্য তৈরি করা ওয়েস্ট রঙ-এর পোশাক, বয়োজ্যেষ্ঠদের আপন ভুবন শ্রদ্ধাঞ্জলি আর শিশুতোষ ফ্যাশনের আনন্দময় জগৎ রঙ জুনিয়র-এর ঈদ আয়োজন।

এবারের সংগ্রহে আছে মেয়েদের পোশাক- শাড়ি, থ্রিপিস, সিঙ্গেল কামিজ, টিউনিক, টপস, ওড়না, রেডি ব্লাউজ, ব্লাউজপিস, আনস্টিচড থ্রি-পিস ইত্যাদি। ছেলেদের পোশাক- পাঞ্জাবি, পায়জামা, কাতুয়া, কাবলি সেট, শার্ট, টি-শার্ট, পোলো টি-শার্ট ইত্যাদি । ছোটদের পোশাক- থ্রিপিস, সিঙ্গেল কামিজ, ফ্রক, স্কার্ট টপস, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট ইত্যাদি। আছে টিনএজারদের উপযোগী টপ্‌স। এ ছাড়া আরো রয়েছে জুয়েলারি, নানা ডিজাইনের ব্যাগ, পার্স, শোপিস ও উপহার সামগ্রী। এ ছাড়া নিয়মিত সব আয়োজন তো থাকছেই।

‘দেশের পোশাকে দেশের উৎসব’ আপ্তবাক্যে উজ্জীবিত রঙ বাংলাদেশ- এ আছে অনেক রকম অফার। আপনজনকে উপহার দিতে রয়েছে ‘রঙ বাংলাদেশ ঈদি গিফট ভাউচার’। ঈদ আয়োজনকে ঘিরে যেকোনো অনুষ্ঠান বা আয়োজনের জন্য সবাই মিলে একই রকম পোশাক পরতে পাইকারি দামেও পাওয়া যাবে ‘রঙ বাংলাদেশ’-এর পোশাক ।

রঙ বাংলাদেশ-এর ঢাকা ও ঢাকার বাইরের সব আউটলেটেই পাওয়া যাবে এই ঈদ আয়োজনের সামগ্রী। এছাড়া ঈদ আয়োজনের সব পণ্যই পাবেন অনলাইন প্ল্যাটফর্মে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত