
মোহাম্মদ বিল্লাল হোসেন

চতুর্থ অধ্যায় : পর্যায় সারণি
সৃজনশীল প্রশ্ন ও উত্তর-১
উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ।
P, Q ও R ক্রমিক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট তিনটি মৌল। P ও Q মৌলের ইলেকট্রনগুলো পাঁচটি শক্তিস্তর এবং R মৌলের ইলেকট্রনগুলো ছয়টি শক্তিস্তরে বিভক্ত। Q মৌলের পারমাণবিক সংখ্যা 54.
ক. মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সারণির সূত্রটি লেখ।
খ. মৃৎক্ষারগুলোর দুটি বৈশিষ্ট্য লেখ।
গ. উদ্দীপকের P ও R মৌলদ্বয়ের পর্যায় সারণিতে অবস্থান নির্ণয় করো।
ঘ. P, Q ও R মৌলগুলোর পরমাণুর আকারের রূপ কেমন হবে? যুক্তিসহ ব্যাখ্যা করো।
উত্তর : ক. মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সারণির সূত্রটি হলোÑ
‘মৌলগুলোর ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের পারমাণবিক ভর (Atomic weight) অনুযায়ী পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়।’
এই সূত্র অনুসারে, মৌলগুলোকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজালে একই ধরনের ধর্মবিশিষ্ট মৌলগুলো একটি নির্দিষ্ট পর্যায় পরপর আসে।
খ. মৃৎক্ষার ধাতুগুলোর দুটি বৈশিষ্ট্য হলোÑ
১. মৃৎক্ষার ধাতুগুলো সাধারণত দ্বিযোজী আয়ন (M2+) তৈরি করে।
২. এদের অক্সাইডগুলো পানিতে অদ্রবণীয় এবং ক্ষারীয় প্রকৃতির হয়।
গ. P মৌল : P মৌলের ইলেকট্রন বিন্যাস পাঁচটি শক্তিস্তরে বিন্যস্ত। যেহেতু Q মৌলের পারমাণবিক সংখ্যা ৫৪ এবং P ও Q ক্রমিক পারমাণবিক সংখ্যাবিশিষ্ট, তাই P-এর পারমাণবিক সংখ্যা ৫৩। সুতরাং P মৌলটি পর্যায় সারণির পঞ্চম পর্যায়ে এবং ১৭ নম্বর গ্রুপে অবস্থিত (যেমনÑ আয়োডিন)।
R মৌল : R মৌলের ইলেকট্রন বিন্যাস ৬টি শক্তিস্তরে বিন্যস্ত। Q মৌলের পারমাণবিক সংখ্যা ৫৪ হওয়ায় R-এর পারমাণবিক সংখ্যা ৫৫। অতএব, R মৌলটি পর্যায় সারণির ষষ্ঠপর্যায়ে এবং ১ নম্বর গ্রুপে অবস্থিত (যেমনÑ সিজিয়াম)।
ঘ. P, Q এবং R মৌলগুলোর পরমাণুর আকারের ক্রম হবেÑ
R > Q > P
কারণ : পর্যায় সারণি : একই পর্যায় সারণির বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার ছোট হয়। যেহেতু P, Q এবং R একই পর্যায় সারণিতে অবস্থিত নয়, তাই এ নিয়ম এখানে প্রযোজ্য নয়।
গ্রুপ : একই গ্রুপের ওপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বড় হয়। যেহেতু P, Q এবং R বিভিন্ন গ্রুপে অবস্থিত, তাই এ নিয়ম এখানে প্রযোজ্য।
শক্তিস্তর : P-এর ৫টি, Q-এর ৫টি এবং R-এর ৬টি শক্তিস্তর রয়েছে। শক্তিস্তর বাড়লে পরমাণুর আকারও বাড়ে।
অতএব, শক্তিস্তরের সংখ্যা এবং গ্রুপের অবস্থান অনুযায়ী
R-এর আকার সবচেয়ে বড়, এরপর Q এবং সবচেয়ে ছোট আকার হবে P-এর ।
যুক্তিসহ ব্যাখ্যা :
১. R মৌলের ছয়টি শক্তিস্তর থাকায় এর ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে সবচেয়ে দূরে অবস্থান করে। ফলে এর আকার সবচেয়ে বড় হয়।
২. Q মৌলের পাঁচটি শক্তিস্তর থাকলেও এটি পর্যায় সারণিতে P-এর বাম দিকে অবস্থিত। তাই এর আকার P-এর চেয়ে বড় কিন্তু R-এর চেয়ে ছোট হয়।
৩. P মৌলের ৫টি শক্তিস্তর থাকলেও এটি পর্যায় সারণিতে Q-এর ডান দিকে অবস্থিত। ফলে নিউক্লিয়াসের আকর্ষণ বেশি থাকায় এর আকার সবচেয়ে ছোট হয়।
মোহাম্মদ বিল্লাল হোসেন
প্রধান শিক্ষক
হাজি রফিজুদ্দিন ভূঁইয়া বালিকা উচ্চবিদ্যালয়, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

চতুর্থ অধ্যায় : পর্যায় সারণি
সৃজনশীল প্রশ্ন ও উত্তর-১
উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ।
P, Q ও R ক্রমিক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট তিনটি মৌল। P ও Q মৌলের ইলেকট্রনগুলো পাঁচটি শক্তিস্তর এবং R মৌলের ইলেকট্রনগুলো ছয়টি শক্তিস্তরে বিভক্ত। Q মৌলের পারমাণবিক সংখ্যা 54.
ক. মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সারণির সূত্রটি লেখ।
খ. মৃৎক্ষারগুলোর দুটি বৈশিষ্ট্য লেখ।
গ. উদ্দীপকের P ও R মৌলদ্বয়ের পর্যায় সারণিতে অবস্থান নির্ণয় করো।
ঘ. P, Q ও R মৌলগুলোর পরমাণুর আকারের রূপ কেমন হবে? যুক্তিসহ ব্যাখ্যা করো।
উত্তর : ক. মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সারণির সূত্রটি হলোÑ
‘মৌলগুলোর ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের পারমাণবিক ভর (Atomic weight) অনুযায়ী পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়।’
এই সূত্র অনুসারে, মৌলগুলোকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজালে একই ধরনের ধর্মবিশিষ্ট মৌলগুলো একটি নির্দিষ্ট পর্যায় পরপর আসে।
খ. মৃৎক্ষার ধাতুগুলোর দুটি বৈশিষ্ট্য হলোÑ
১. মৃৎক্ষার ধাতুগুলো সাধারণত দ্বিযোজী আয়ন (M2+) তৈরি করে।
২. এদের অক্সাইডগুলো পানিতে অদ্রবণীয় এবং ক্ষারীয় প্রকৃতির হয়।
গ. P মৌল : P মৌলের ইলেকট্রন বিন্যাস পাঁচটি শক্তিস্তরে বিন্যস্ত। যেহেতু Q মৌলের পারমাণবিক সংখ্যা ৫৪ এবং P ও Q ক্রমিক পারমাণবিক সংখ্যাবিশিষ্ট, তাই P-এর পারমাণবিক সংখ্যা ৫৩। সুতরাং P মৌলটি পর্যায় সারণির পঞ্চম পর্যায়ে এবং ১৭ নম্বর গ্রুপে অবস্থিত (যেমনÑ আয়োডিন)।
R মৌল : R মৌলের ইলেকট্রন বিন্যাস ৬টি শক্তিস্তরে বিন্যস্ত। Q মৌলের পারমাণবিক সংখ্যা ৫৪ হওয়ায় R-এর পারমাণবিক সংখ্যা ৫৫। অতএব, R মৌলটি পর্যায় সারণির ষষ্ঠপর্যায়ে এবং ১ নম্বর গ্রুপে অবস্থিত (যেমনÑ সিজিয়াম)।
ঘ. P, Q এবং R মৌলগুলোর পরমাণুর আকারের ক্রম হবেÑ
R > Q > P
কারণ : পর্যায় সারণি : একই পর্যায় সারণির বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার ছোট হয়। যেহেতু P, Q এবং R একই পর্যায় সারণিতে অবস্থিত নয়, তাই এ নিয়ম এখানে প্রযোজ্য নয়।
গ্রুপ : একই গ্রুপের ওপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বড় হয়। যেহেতু P, Q এবং R বিভিন্ন গ্রুপে অবস্থিত, তাই এ নিয়ম এখানে প্রযোজ্য।
শক্তিস্তর : P-এর ৫টি, Q-এর ৫টি এবং R-এর ৬টি শক্তিস্তর রয়েছে। শক্তিস্তর বাড়লে পরমাণুর আকারও বাড়ে।
অতএব, শক্তিস্তরের সংখ্যা এবং গ্রুপের অবস্থান অনুযায়ী
R-এর আকার সবচেয়ে বড়, এরপর Q এবং সবচেয়ে ছোট আকার হবে P-এর ।
যুক্তিসহ ব্যাখ্যা :
১. R মৌলের ছয়টি শক্তিস্তর থাকায় এর ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে সবচেয়ে দূরে অবস্থান করে। ফলে এর আকার সবচেয়ে বড় হয়।
২. Q মৌলের পাঁচটি শক্তিস্তর থাকলেও এটি পর্যায় সারণিতে P-এর বাম দিকে অবস্থিত। তাই এর আকার P-এর চেয়ে বড় কিন্তু R-এর চেয়ে ছোট হয়।
৩. P মৌলের ৫টি শক্তিস্তর থাকলেও এটি পর্যায় সারণিতে Q-এর ডান দিকে অবস্থিত। ফলে নিউক্লিয়াসের আকর্ষণ বেশি থাকায় এর আকার সবচেয়ে ছোট হয়।
মোহাম্মদ বিল্লাল হোসেন
প্রধান শিক্ষক
হাজি রফিজুদ্দিন ভূঁইয়া বালিকা উচ্চবিদ্যালয়, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

আন্দোলনে অংশ নেওয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, আমরা স্পষ্টভাবে বলছি, শাকসু বানচালের চেষ্টা চলছে। শিক্ষার্থীরা এটা কোনোভাবেই মেনে নেবে না। যদি আগামী সোমবার ভিসি এসে নির্বাচন কমিশন গঠন করে রোডম্যাপ ঘোষণা না করেন, তাহলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের...
৩ ঘণ্টা আগে
সংগঠনের তথ্য, উপহার প্রদান, অনুভূতি বক্স এবং মেহেদি দেওয়ার জন্য উৎসবের ছাউনিতে চারটি আলাদা বুথ। সেখানে ছিল নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আয়োজকরা নতুন সদস্য আহ্বান ও প্রচারপত্র বিলি করেন। ফটকের সামনে একটি ব্যানারে লেখা, ‛প্রিয় ভাইয়েরা, ভেতরে প্রবেশ ও উঁকি মারা থেকে বিরত থাকুন।’
৩ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেছেন, ছাত্রদল নেতা ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে—কেউ যেন আইনের ফাঁক দিয়ে কেউ বেরিয়ে না যায়।
৪ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
৫ ঘণ্টা আগে