এইচএসসি জীববিজ্ঞান প্রথম পত্র

সাব্বির আহমেদ খন্দকার
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১৪: ৪৯

অধ্যায় : কোষ ও তার গঠন (প্রথম পর্ব)

প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তোমাদের সিলেবাসের চাহিদা অনুযায়ী আজ জীববিজ্ঞান প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কোষ ও তার গঠনের (প্রথম) জ্ঞানমূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

প্রশ্ন ১ : জিন কাকে বলে?

উত্তর : জিন হলো DNA-এর এক একটি অংশ (কার্যকর একক), যা একটি নির্দিষ্ট পলিপেপটাইড শৃঙ্খলের সংকেত বহন করে । সংক্ষেপে, ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থিত বংশগতির মৌলিক একক জিন।

প্রশ্ন ২ : গ্রানাম কী?

উত্তর : ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার ভেতরে ক্লোরোফিল বহনকারী ঝিল্লিযুক্ত চাকতিসদৃশ থলের মতো যে বস্তু থাকে তাকে থাইলাকয়েড বলে। কতগুলো থাইলাকয়েড একসঙ্গে একটির ওপর আরো একটি সজ্জিত হয়ে স্তূপের মতো থাকে। থাইলাকয়েডের এ স্তূপকে গ্রানাম (বহুবচনে গ্রানা) বলা হয়।

প্রশ্ন ৩ : মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কী?

উত্তর : যে ক্রোমোজোমটির একেবারে মাঝখানে সেন্ট্রোমিয়ার অবস্থান করে, তাকে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলে।

প্রশ্ন ৪ : সাইটোসোল কী?

উত্তর : সাইটোপ্লাজমের কোষীয় অঙ্গাণু ও নির্জীব বস্তু ছাড়া অর্ধস্বচ্ছ, দানাদার, সমসত্ত্ব এবং কলয়েডজাতীয় অর্ধতরল সজীব পদার্থকে সাইটোসোল বা সাইটোপ্লাজমীয় মাতৃকা বা ধাত্র বা হায়ালোপ্লাজম বলে।

প্রশ্ন ৫ : অপেরন কী?

উত্তর : অপেরন হলো প্রোক্যারিওটিক কোষের একটি জিনগত কার্যকর একক। প্রোটিন সংশ্লেষণের একটি গাঠনিক জিন, একটি চালক জিন এবং একটি উদ্দীপক জিন সম্মিলিতভাবে কাজ করে।

প্রশ্ন ৬ : অটোলাইসিস কী?

উত্তর : তীব্র খাদ্যাভাবের সময় লাইসোসোমের প্রাচীর ফেটে যায় এবং আবদ্ধকৃত এনজাইম বের হয়ে কোষের অন্য অঙ্গানুগুলো বিনষ্ট করে। ফলে সমস্ত কোষটি পরিপাক হয়ে যেতে পারে। এই প্রক্রিয়াকে অটোলাইসিস বলা হয়।

প্রশ্ন ৭ : প্লাজমোডেসমাটা কী?

উত্তর : যে সূত্রবৎ অংশ পাশাপাশি কোষের সঙ্গে কূপ বা সূক্ষ্ম ছিদ্রপথে সাইটোপ্লাজমিক সংযোগ রক্ষা করে, তাকে প্লাজমোডেসমাটা (এক বচনে-প্লাজমোডেসমা) বলে।

প্রশ্ন ৮ : নিউক্লিউসাইড কী?

উত্তর : এক অণু পেন্টোজ সুগারের সঙ্গে এক অণু নাইট্রোজেন বেস মিলিত হয়ে এক অণু নিউক্লিওসাইড গঠন করে।

প্রশ্ন ৯ : লিউকোপ্লাস্ট কী?

উত্তর : বর্ণহীন প্লাস্টিডকে লিউক্লোপ্লাস্ট বলে। আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে, বিশেষ করে ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে।

প্রশ্ন ১০ : থাইলাকয়েড কী?

উত্তর : ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার ভেতরে ক্লোরোফিল বহনকারী ঝিল্লিযুক্ত চাকতিসদৃশ থলের মতো যে বস্তু থাকে, তাকে থাইলাকয়েড বলে।

প্রশ্ন ১১ : ট্রান্সক্রিপশন কী?

উত্তর : যে প্রক্রিয়ায় RNA পলিমারেজ এনজাইমের মাধ্যমে DNA অণুর একটি পলিনিউক্লিওটাইড সূত্রকে ছাঁচ হিসেবে ব্যবহার করে RNA উৎপন্ন হয়, তাকে ট্রান্সক্রিপশন বলে। সংক্ষেপে DNA অণুর জেনেটিক তথ্য RNA-তে স্থানান্তরিত হওয়াকে ট্রান্সক্রিপশন বলে।

প্রশ্ন ১২ : নিউক্লিওটাইড কী?

উত্তর : এক অণু পেন্টোজ সুগার, এক অণু নাইট্রোজেন বেস এবং এক অণু ফসফেট মিলিত হয়ে একটি নিউক্লিওটাইড গঠিত হয়।

প্রশ্ন ১৩ : সাইক্লোসিস কী?

উত্তর : কোষপ্রাচীরযুক্ত প্রোটোপ্লাজমে জলস্রোতের মতো যে চলন দেখা যায়, তাকে আবর্তন বা সাইক্লোসিস বলে।

প্রশ্ন ১৪ : জিনোম কী?

উত্তর : কোনো জীবের হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমকে (১ সেট ক্রোমোজোম) জিনোম বলে। অন্যভাবে, জননকোষের জিনের সমষ্টিগত রূপকে জিনোম বলে।

প্রশ্ন ১৫ : মাইসেলি কী?

উত্তর : মাইসেলি হচ্ছে কোষপ্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। কোষপ্রাচীরের মুখ্য উপাদান হলো সেলুলোজ। সেলুলোজ অণু সমান্তরালভাবে বিন্যস্ত থাকে এবং পরস্পর যুক্ত হয়ে পাকানো সুতার মতো প্রাথমিক তন্ত মাইসেলি গঠন করে।

প্রশ্ন ১৬ : জেনেটিক কোড কী?

উত্তর : জেনেটিক কোড হলো জিনের একটি সাংকেতিক সজ্জারূপ, যা প্রোটিন সংশ্লেষণের সময় অ্যামিনো অ্যাসিডের অনুরূপ একটি সজ্জাকে নির্দিষ্ট করে।

প্রশ্ন ১৭ : ক্রিস্টি কী?

উত্তর : মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার ভাঁজগুলো নির্দিষ্ট ব্যবধানে আঙুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে, এদের ক্রিস্টি (cristae, একবচনে crista) বলে।

প্রশ্ন ১৮ : স্প্লাইসিং কী?

উত্তর : যে বিশেষ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে প্রি-mRNA থেকে introns বাদ দিয়ে চূড়ান্ত mRNA তৈরি হয় তাকে স্পাইসিং বলে।

প্রশ্ন ১৯ : কোষ কী?

উত্তর : কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক, যা একটি অর্ধভেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে এবং যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম।

প্রশ্ন ২০ : প্রোটোপ্লাস্ট কী?

উত্তর : কোষপ্রাচীর দ্বারা পরিবেষ্টিত কোষের সমুদয় সজীব ও নির্জীব পদার্থকে প্রোটোপ্লাস্ট বলে।

প্রশ্ন ২১ : জনন কোষ কী?

উত্তর : বহুকোষী জীবের যেসব কোষ শুধু জনন কাজে অংশগ্রহণ করে, তাদের জননকোষ বা জার্ম সেল বলে। উদাহরণ—শুক্রাণু ও ডিম্বাণু।

প্রশ্ন ২২ : কোডন কী?

উত্তর : কোডন হলো mRNA-তে অবস্থিত তিনটি নাইট্রোজেন বেসের সজ্জাক্রম, যা DNA-তে অবস্থিত নাইট্রোজেন বেসের পরিপূরক এবং এটি অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে।

প্রশ্ন ২৩ : স্টপ কোডন কী?

উত্তর : যে কোডন প্রোটিন সংশ্লেষণের সময় অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে না অর্থাৎ পলিপেপটাইড চেইন সংশ্লেষ বন্ধ করা নির্দেশ করে বা সংকেত প্রদান করে, তাকে সমাপনী কোডন বলে। সমাপনী কোডন তিনটি, যথা—UAA, UAG ও UGA.

প্রশ্ন ২৪ : Flip-flop Movement কী?

উত্তর : সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কোষঝিল্লি অনেকটা তরল পদার্থের মতো আচরণ করে। লিপিড অণু তরল পদার্থের মতো ঝিল্লির একই স্তরে স্থান পরিবর্তন করে, পাশে ব্যাপ্ত হয় এবং অক্ষের বরাবর ঘুরতে পারে। একে flip-flop movement বলে।

প্রশ্ন ২৫ : স্ট্রোমা কী?

উত্তর : ক্লোরোপ্লাস্টের অন্তঃপর্দা বেষ্টিত প্রকোষ্ঠে বিদ্যমান পানিগ্রাহী, কোলয়েডধর্মী ম্যাট্রিক্স বা ধাত্র তরলকে স্ট্রোমা বলে।

প্রশ্ন ২৬ : টনোপ্লাস্ট কী?

উত্তর : যে পাতলা পর্দা কোষগহ্বরকে আবৃত করে, তাকে টনোপ্লাস্ট বলে।

প্রশ্ন ২৭ : কেন্দ্রীয় প্রত্যয় কী?

উত্তর : রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনে তিনটি ধাপের মাধ্যমে জেনেটিক তথ্যপ্রবাহের ঘটনাকে জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় বা সেন্ট্রাল ডগমা বলে।

প্রশ্ন ২৮ : সাইটোস্কেলিটোন কী?

উত্তর : ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমের কঙ্কাল গঠনকারী প্রোটিন নির্মিত তন্ত্রময় অংশ বিশেষই হলো কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন। এটি মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট ও ইন্টারমিডিয়েট ফিলামেন্ট নিয়ে গঠিত।

প্রশ্ন ২৯ : রেপ্লিকেশন কমপ্লেক্স কী?

উত্তর : DNA প্রতিলিপনের সময় কতগুলো গুরুত্বপূর্ণ এনজাইম ও প্রোটিন সমন্বিত হয়ে একটি জটিল আণবিক যান্ত্রিক গঠন তৈরি করে, একে রেপ্লিজোম বা রেপ্লিকেশন কমপ্লেক্স বলে।

প্রশ্ন ৩০ : ওকাজাকি খণ্ড কী?

উত্তর : DNA রেপ্লিকেশনের সময় ল্যাগিং স্ট্যান্ডে যে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড তৈরি হয়, তাদের ওকাজাকি খণ্ড বলে।

সাব্বির আহমেদ খন্দকার

প্রভাষক (জীববিজ্ঞান), জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত