ক্যারিয়ারের আলো

আবু নাসের সিফাত
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ১৪: ১১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রের জন্য তাদের যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা অর্জনের সহায়তার মহান ব্রত নিয়ে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (ডিইউসিসি)।

ক্লাবের মূলমন্ত্র হলো শিক্ষার্থীদের মাঝে ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধির পাশাপাশি যুগোপযোগী দক্ষতা উন্নয়নে দিকনির্দেশনা প্রদান। বিভিন্ন শিল্প ও কর্মক্ষেত্রের ব্যক্তিদের সঙ্গে সংযোগ স্থাপনে সহযোগিতা করা এর অন্যতম লক্ষ্য। এছাড়া ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস তৈরি, লিডারশিপ স্কিল বাড়ানো এবং ক্যারিয়ার গঠনে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে এটি কাজ করে যাচ্ছে।

ডিইউসিসি সেমিনার ও ওয়ার্কশপ আয়োজনের মাধ্যমে সিভি লেখা, ইন্টারভিউ টিপস, সফট স্কিল ডেভেলপমেন্ট প্রভৃতি বিষয়ে সেশন আয়োজন করে। প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে তারা পাবলিক স্পিকিং, টিম ম্যানেজমেন্ট, লিডারশিপ, কমিউনিকেশন স্কিল প্রভৃতি যুগোপযোগী প্রয়োজনীয় বিষয়ে শিক্ষার্থীদের সহায়তা ও পরামর্শ প্রদান করে। ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও জব প্লেসমেন্টের দিকনির্দেশনা প্রদান করে।

ডিইউসিসি উদ্যোক্তা ও স্টার্টআপ সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্লাবটি শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার জন্য ইনকিউবেশন প্রোগ্রাম, বিজনেস মডেল ডেভেলপমেন্ট, ফান্ডিং ও মার্কেট স্ট্র্যাটেজির ওপর প্রশিক্ষণ প্রদান করে। পাশাপাশি অভিজ্ঞ উদ্যোক্তা ও করপোরেট বিশেষজ্ঞদের মেন্টরশিপের মাধ্যমে স্টার্টআপ আইডিয়াগুলো বাস্তবায়নে সহায়তা করে। ডিইউসিসির এসব উদ্যোগ ছাত্রছাত্রীদের উদ্ভাবনী চিন্তার বিকাশে অনুপ্রাণিত করে এবং সফল উদ্যোক্তা হয়ে ওঠার পথে দিকনির্দেশনা দেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যেকোনো শিক্ষার্থী ডিইউসিসির সদস্য হতে পারেন। এ ছাড়া তাদের আয়োজিত যেকোনো প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন। কাজের সুবিধা হবে বলে এবং গতিময়তার জন্য বিভিন্ন বিভাগ ও উপবিভাগে ক্যারিয়ার ক্লাবের কার্যক্রম পরিচালিত হয়।

ডিইউসিসির কার্যনির্বাহী পর্ষদ একজন সভাপতি, দুজন সহসভাপতি, একজন সাধারণ সম্পাদক, একজন সহ-সাধারণ সম্পাদক, একজন কোষাধ্যক্ষসহ সর্বমোট ১৩ জন সদস্য নিয়ে তৈরি হয়। এছাড়া কাজের সুবিধার্থে আরো কিছু বিভাগে ভাগ করা হয়েছে, যেমন—হিউম্যান রিসোর্স উইং, করপোরেট অ্যালায়েন্স উইং, ডিজাইন অ্যান্ড কনটেন্ট উইং, ক্রিয়েটিভ অ্যান্ড কনটেন্ট রাইটিং উইং, পাবলিকেশন অ্যান্ড ডকুমেন্টেশন উইং, মিডিয়া অ্যান্ড ফটোগ্রাফি উইং ও ফ্যাকাল্টি কমিটি। প্রত্যেকটি উইং একজন সেক্রেটারি, দুজন অ্যাসোসিয়েট সেক্রেটারি এবং কয়েকজন কার্যনির্বাহী সদস্যের সমন্বয়ে গঠিত হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত