না-করা সংসার
শহীদ ওসমান হাদি
বাংলাকে কীভাবে বেয়নেট চার্জ করা হলো ফোর্ট উইলিয়ামে
রেনেসাঁর খামে আঠারোতে এলো ঠিক কোন আলো
মালিক থেকে কেমনে দাস হলাম কর্নওয়ালিসের কালে
জমিদারির জগদ্দল হাজত থেকে
আজও জামিন পেত কি না বাংলাদেশ;
মলচত্বরের গরিব ঘাসে
সাতচল্লিশের এ আলাপ আমাদের হয় নাই কোনোদিন।
স্বৈরতন্ত্রের এক সন্ধ্যায়
হঠাৎ আমাদের হয়েছিল দেখা,
সেদিন আমার সারা গায়ে নোনতা স্লোগান মাখা
পোড়া মাটির কণ্ঠে বললেÑ
তোমারে ছাড়া প্রচণ্ড ঊষর আমি
ধানের পাতার মতো পুড়ে যাই রোজ
তোমার অপ্রেম কি এ প্রেমের চেয়েও দামি?
নিঃশব্দ স-মিলে দুঃখ চিরিয়া যায়
উপেক্ষার মোম নিভে যায় অভাবী হাওয়ায়
আমাদের বুক কাঁপছে, কাঁপছে ঠোঁট
ফ্রাঙ্কেনস্টাইনে কাঁপছে দেশ তারও বহু গুণ
তোমায় হলগেটে রেখে
ফিরে এলাম একলা আমি
বললাম না বিদায়ি কোনো কথা
চোখ মুছে দিলাম না কেউ কারো
বেদখল আন্ধার সাক্ষী হলো
মাতৃভূমির মতো কাঁপছি দুজনেই থরোথরো।
আমায় ক্ষমা করো ইয়াজিদ
তোমার সাথে আমি জুলুম করেছি ইয়াজিদ!
অবনত মস্তকে আজ ক্ষমা চাইছি
তুমি ক্ষমা করো, আমায় মাফ করো
হোসাইনের ভালোবাসায় আমি শহীদ হতে চেয়েছি অসংখ্যবার
নীল নদে যেমন নিঃশেষ হয়েছিল ফেরাউন
তেমনি রক্তের ফোরাত হয়ে তোমায় ডোবাতে চেয়েছি আজনম
আমি জানতাম
আমার প্রতিটি নিশ্বাস শুধু ইনসাফের জন্যই নিবেদিত
আমার রক্তরসে শুধু মজলুমের মিছিল
রক্তাক্ত ঘোড়ায় ছুটে চলে আমার তিরবিদ্ধ রুহ
জনতার তাহরিরে, তিউনিশিয়ায়, আলজেরিয়ায়
অকিউপাই ওয়াল স্ট্রিটে, কাশ্মীরে, রামাল্লায়
আমার নোনতা চোখে ফেনিয়ে ওঠে বঙ্গোপসাগর!
কিন্তু এখন জানি
এসবই মিথ্যা, সবই মেকি
নইলে কীভাবে আমি সিজদায় পড়ে আছি সাক্ষাৎ সীমারের পায়!
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

