স্টাফ রিপোর্টার
পতিত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনকালে ভিন্নমতের মানুষের পাশাপাশি চরম নির্যাতনের শিকার হন অসংখ্য আলেম-ওলামা। কারাবন্দি, রিমান্ড ও নানা হয়রানির শিকার হওয়া এসব আলেমদের বাস্তব চিত্র তুলে ধরতে প্রকাশিত হয়েছে সাংবাদিক রকীবুল হক-এর লেখা নতুন গ্রন্থ ‘আওয়ামী শাসনে আলেম নিপীড়ন’।
দেশের হাজারো নির্যাতিত আলেমদের মধ্য থেকে আলোচিত ৪৩ জনের কথা উঠে এসেছে এ গ্রন্থে। বইটি মূলত আমার দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত আলেমদের নির্যাতনের প্রতিবেদনগুলোর সংকলন। বইয়ের ২২৪ পৃষ্ঠায় স্থান পেয়েছে আলোচিত ৪৩ জন নির্যাতিত আলেমের জীবন্ত চিত্র।
দীর্ঘদিন নানা ভয়ভীতির কারণে ও ফ্যাসিবাদের অনুগত মিডিয়াগুলোতে এসব তথ্য ঠিকমতো প্রকাশ পায়নি। উল্টো আলেমদের জঙ্গিবাদে জড়ানোর মত নানা কল্প কাহিনি প্রকাশ করা হয় বিভিন্ন মিডিয়ায়। ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর সেই পরিস্থিতি পাল্টে যায়। ফ্যাসিবাদমুক্ত পরিবেশে নতুন করে প্রকাশিত গণমানুষের দৈনিক আমার দেশে সেই সব নির্যাতিত আলেমদের কথা তুলে ধরার উদ্যোগ নেন মজলুম সম্পাদক মাহমুদুর রহমান।
পুনরায় প্রকাশনার শুরু থেকেই আওয়ামী শাসনে নির্যাতিত আলেমদের কথা ধারাবাহিকভাবে তুলে ধরে আমার দেশ। বইটিতে ভূমিকা লিখেছেন ড. মাহমুদুর রহমান।
রকীবুল হকের জন্ম ঝিনাইদহের কোলা গ্রামে। শৈশব থেকেই বই পড়া ও লেখালেখির প্রতি আগ্রহী ছিলেন তিনি। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তিনি সাংবাদিকতা শুরু করেন। বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকে কাজ করার পর বর্তমানে আমার দেশ পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতা বিষয়ে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণও নিয়েছেন। ‘আওয়ামী শাসনে আলেম নিপীড়ন’ বইটি পাওয়া যাবে অনলাইন বুক শপ রকমারিসহ দেশের বিভিন্ন বুকস্টল ও রবিউল আওয়ালের বই মেলায়।
পতিত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনকালে ভিন্নমতের মানুষের পাশাপাশি চরম নির্যাতনের শিকার হন অসংখ্য আলেম-ওলামা। কারাবন্দি, রিমান্ড ও নানা হয়রানির শিকার হওয়া এসব আলেমদের বাস্তব চিত্র তুলে ধরতে প্রকাশিত হয়েছে সাংবাদিক রকীবুল হক-এর লেখা নতুন গ্রন্থ ‘আওয়ামী শাসনে আলেম নিপীড়ন’।
দেশের হাজারো নির্যাতিত আলেমদের মধ্য থেকে আলোচিত ৪৩ জনের কথা উঠে এসেছে এ গ্রন্থে। বইটি মূলত আমার দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত আলেমদের নির্যাতনের প্রতিবেদনগুলোর সংকলন। বইয়ের ২২৪ পৃষ্ঠায় স্থান পেয়েছে আলোচিত ৪৩ জন নির্যাতিত আলেমের জীবন্ত চিত্র।
দীর্ঘদিন নানা ভয়ভীতির কারণে ও ফ্যাসিবাদের অনুগত মিডিয়াগুলোতে এসব তথ্য ঠিকমতো প্রকাশ পায়নি। উল্টো আলেমদের জঙ্গিবাদে জড়ানোর মত নানা কল্প কাহিনি প্রকাশ করা হয় বিভিন্ন মিডিয়ায়। ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর সেই পরিস্থিতি পাল্টে যায়। ফ্যাসিবাদমুক্ত পরিবেশে নতুন করে প্রকাশিত গণমানুষের দৈনিক আমার দেশে সেই সব নির্যাতিত আলেমদের কথা তুলে ধরার উদ্যোগ নেন মজলুম সম্পাদক মাহমুদুর রহমান।
পুনরায় প্রকাশনার শুরু থেকেই আওয়ামী শাসনে নির্যাতিত আলেমদের কথা ধারাবাহিকভাবে তুলে ধরে আমার দেশ। বইটিতে ভূমিকা লিখেছেন ড. মাহমুদুর রহমান।
রকীবুল হকের জন্ম ঝিনাইদহের কোলা গ্রামে। শৈশব থেকেই বই পড়া ও লেখালেখির প্রতি আগ্রহী ছিলেন তিনি। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তিনি সাংবাদিকতা শুরু করেন। বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকে কাজ করার পর বর্তমানে আমার দেশ পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতা বিষয়ে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণও নিয়েছেন। ‘আওয়ামী শাসনে আলেম নিপীড়ন’ বইটি পাওয়া যাবে অনলাইন বুক শপ রকমারিসহ দেশের বিভিন্ন বুকস্টল ও রবিউল আওয়ালের বই মেলায়।
গাজা পুনরুদ্ধারের এই সময়ে ‘ফিলিস্তিন সাংস্কৃতিক পুরস্কার’ ঘোষণা করেছে ‘ফিলিস্তিন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট’। ১৩তম আসরের মূল থিম নির্ধারণ করা হয়েছে—‘জেরুজালেম, গাজা উপত্যকা, গোটা ফিলিস্তিন ও জায়নবাদের বিরোধিতা’।
৩ দিন আগেএকশ বছর আগের কথা। ১৮৮৯ সাল। তুরিনে আজকের মতোই এক দিনে ফ্রিডরিখ নিৎশে কার্লো আলবার্তো পথের ৬ নম্বর বাড়ির ফটক দিয়ে বেরিয়ে আসেন। কখনো হাঁটতে বের হতেন, আবার কখনো পোস্ট অফিসে চিঠিপত্র তুলতে যেতেন।
৪ দিন আগেবাইতুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে মাসব্যাপী আয়োজিত ইসলামি বইমেলায় প্রতিদিনই জড়ো হন হাজারো মানুষ। বিশেষত সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে বইপ্রেমীদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। আর এই জনস্রোতের কেন্দ্রবিন্দুতে রয়েছে একদল স্বপ্নবাজ তরুণের হাতে গড়া ‘লিটলম্যাগ কর্নার’।
৪ দিন আগেইসলাম-পূর্ব সময়ে এক ভয়ংকর অন্ধকারে নিমজ্জিত হয়েছিল যেন আরবরা। সমগ্র আরবে চলছিল ভয়াবহ অরাজকতা। গোত্রে গোত্রে শত্রুতা। সারাক্ষণ একে অন্যের ক্ষতি করার চেষ্টায় রত। তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি ও মারামারি থেকে শুরু করে যুদ্ধে জড়িয়ে পড়া; বছরের পর বছর ধরে সেই যুদ্ধ চলা।
৪ দিন আগে