চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১৮: ১৩

তিন বছর ধরে ডেঙ্গুর সর্বোচ্চ ভয়াবহতা দেখছে বাংলাদেশ। আগের দুই বছরের ন্যায় চলতি বছরও ইতোমধ্যে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগী পৌনে এক লাখ ছুঁয়েছে। মৃত্যু তিন শতাধিক ছাড়িয়েছে। দেশে ডেঙ্গুর প্রকোপ শুরুর পর মশাবাহিত ভাইরাসটিতে এক বছরের মধ্যে এটা তৃতীয় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৯ জনকে ডেঙ্গু রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৪৪ শতাংশই ঢাকার দুই সিটি করপোরেশন ও ঢাকা বিভাগের বাসিন্দা। এই নিয়ে এ বছর ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৯৯২ জনে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, নতুন করে মারা গেছেন ১০ জন। এর মধ্যে পাঁচজন নারী, পাঁচজন পুরুষ। মৃতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। স্থানভেদে ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পাঁচজনই ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা। বাকিদের মধ্যে উত্তর সিটিতে তিনজন এবং বরিশাল ও খুলনা বিভাগে একজন করে। এতে করে চলতি মৃতের সংখ্যা বেড়ে ৩০২ জনে ঠেকেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২০০০ সাল থেকে ডেঙ্গুর হিসেব রাখছে বাংলাদেশ। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি বিস্তার ঘটে ভাইরাসটির। ওই বছর দেশের ইতিহাসে সর্বোচ্চ তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী প্রাতিষ্ঠানিক চিকিৎসা নেন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

গত বছরও উচ্চ প্রকোপ অব্যাহত ছিল। ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে মারা যায় ৫৭৫ জন। যা ডেঙ্গুতে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত