প্রধান উপদেষ্টার প্রেস উইং

আগে স্বাধীনতা পুরস্কার পাওয়ায় নাম বাদ পড়ল ওসমানীর

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ২১: ২৪

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী এ বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বলে সরকারি সূত্রের বরাদ দিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও চূড়ান্ত তালিকায় তার নাম নেই।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় সমালোচনার প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এর ব্যাখ্যা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টির ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে- বাংলাদেশ মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী ১৯৮৫ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।

অন্তর্বর্তীকালীন সরকার প্রথমে এ বছর তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়ার বিষয়ে আলোচনা করেছিল। কিন্তু যেহেতু কোনো বাংলাদেশি একাধিকবার দেশের সর্বোচ্চ পুরস্কার পাওয়ার নজির নেই, সে কারণে এ চিন্তাটি বাদ দেওয়া হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত