ঢাবি সংবাদদাতা
হাট, রাস্তা, নদীসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি, জোরপূর্বক পশু অন্য হাটে নিয়ে যাওয়াসহ বিভিন্ন অভিযোগ নিয়ে ঈদুল আজহায় জরুরি পুলিশি সেবা পেতে ১৩ হাজার ৮৩১ ব্যক্তি কল করেছেন। গত ৫ থেকে ১৩ জুন ছুটি চলাকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ এসব কল এসেছিল। পরে খোঁজ নিয়ে তাদের সমস্যা সমাধান করেছে পুলিশ।
রোববার (১৫ জুন) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
তারা জানিয়েছে, ঈদুল আজহায় এবার গত ৯ দিনে অনেক কল এসেছে। তার মধ্যে জরুরি পুলিশি সেবা পাওয়ার জন্য ১৩ হাজার ৮৩১ জন, অ্যাম্বুলেন্স সেবা পেতে ৯৯৩ জন, ফায়ার সার্ভিসের সেবার জন্য ৭৯৫ জন ও অন্যান্য জরুরি সেবার জন্য ১৫ হাজার ৬১৯ জন কল করেছেন।
আরও জানানো হয়েছে, ঈদুল আজহা সংক্রান্ত কলে মোট এক হাজার ২৭১ জন কলারকে বিভিন্ন সেবা দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে হাটে চাঁদাবাজি, রাস্তায় চাঁদাবাজি, নদীতে চাঁদাবাজি, জোরপূর্বক পশু অন্য হাটে নিয়ে যাওয়া, অজ্ঞান-মলম পার্টি এবং শব্দ দূষণ সংক্রান্ত অভিযোগ।
তবে যেসব বিষয়ে বেশি সেবা দেয়া হয়েছে তার মধ্যে মারামারি সংক্রান্ত ৪ হাজার ১০২টি, বিভিন্ন কারণে কাউকে আটকে রাখা সংক্রান্ত বিষয়ে এক হাজার ২১৪টি, ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স সেবা এক হাজার ৬২টি এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে ৯৯২টি।
হাট, রাস্তা, নদীসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি, জোরপূর্বক পশু অন্য হাটে নিয়ে যাওয়াসহ বিভিন্ন অভিযোগ নিয়ে ঈদুল আজহায় জরুরি পুলিশি সেবা পেতে ১৩ হাজার ৮৩১ ব্যক্তি কল করেছেন। গত ৫ থেকে ১৩ জুন ছুটি চলাকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ এসব কল এসেছিল। পরে খোঁজ নিয়ে তাদের সমস্যা সমাধান করেছে পুলিশ।
রোববার (১৫ জুন) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
তারা জানিয়েছে, ঈদুল আজহায় এবার গত ৯ দিনে অনেক কল এসেছে। তার মধ্যে জরুরি পুলিশি সেবা পাওয়ার জন্য ১৩ হাজার ৮৩১ জন, অ্যাম্বুলেন্স সেবা পেতে ৯৯৩ জন, ফায়ার সার্ভিসের সেবার জন্য ৭৯৫ জন ও অন্যান্য জরুরি সেবার জন্য ১৫ হাজার ৬১৯ জন কল করেছেন।
আরও জানানো হয়েছে, ঈদুল আজহা সংক্রান্ত কলে মোট এক হাজার ২৭১ জন কলারকে বিভিন্ন সেবা দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে হাটে চাঁদাবাজি, রাস্তায় চাঁদাবাজি, নদীতে চাঁদাবাজি, জোরপূর্বক পশু অন্য হাটে নিয়ে যাওয়া, অজ্ঞান-মলম পার্টি এবং শব্দ দূষণ সংক্রান্ত অভিযোগ।
তবে যেসব বিষয়ে বেশি সেবা দেয়া হয়েছে তার মধ্যে মারামারি সংক্রান্ত ৪ হাজার ১০২টি, বিভিন্ন কারণে কাউকে আটকে রাখা সংক্রান্ত বিষয়ে এক হাজার ২১৪টি, ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স সেবা এক হাজার ৬২টি এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে ৯৯২টি।
পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করতে হবে, যেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।
২৪ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
৪২ মিনিট আগেপ্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ঐকমত্য কমিশন প্রধান রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে সনদে স্বাক্ষরের যে উদ্যোগ নিয়েছিল, তা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত, যা ঐক্য ও পরিবর্তনের প্রতি যৌথ অঙ্গীকারের প্রতীক। এটি আসন্ন নির্বাচনের আগে আস্থা তৈরিতেও সহায়ক হয়েছে।
১ ঘণ্টা আগেঅংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনি যুদ্ধকে স্বাগত জানিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, নির্বাচনী যুদ্ধে আমাদের জিততেই হবে, এর কোনো বিকল্প নেই।
১ ঘণ্টা আগে