আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৯৯৯: ঈদুল আজহায় চাঁদাবাজির অভিযোগসহ ১৪ হাজার কল

ঢাবি সংবাদদাতা
৯৯৯: ঈদুল আজহায় চাঁদাবাজির অভিযোগসহ ১৪ হাজার কল
জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইন

হাট, রাস্তা, নদীসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি, জোরপূর্বক পশু অন্য হাটে নিয়ে যাওয়াসহ বিভিন্ন অভিযোগ নিয়ে ঈদুল আজহায় জরুরি পুলিশি সেবা পেতে ১৩ হাজার ৮৩১ ব্যক্তি কল করেছেন। গত ৫ থেকে ১৩ জুন ছুটি চলাকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ এসব কল এসেছিল। পরে খোঁজ নিয়ে তাদের সমস্যা সমাধান করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (১৫ জুন) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

তারা জানিয়েছে, ঈদুল আজহায় এবার গত ৯ দিনে অনেক কল এসেছে। তার মধ্যে জরুরি পুলিশি সেবা পাওয়ার জন্য ১৩ হাজার ৮৩১ জন, অ্যাম্বুলেন্স সেবা পেতে ৯৯৩ জন, ফায়ার সার্ভিসের সেবার জন্য ৭৯৫ জন ও অন্যান্য জরুরি সেবার জন্য ১৫ হাজার ৬১৯ জন কল করেছেন।

আরও জানানো হয়েছে, ঈদুল আজহা সংক্রান্ত কলে মোট এক হাজার ২৭১ জন কলারকে বিভিন্ন সেবা দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে হাটে চাঁদাবাজি, রাস্তায় চাঁদাবাজি, নদীতে চাঁদাবাজি, জোরপূর্বক পশু অন্য হাটে নিয়ে যাওয়া, অজ্ঞান-মলম পার্টি এবং শব্দ দূষণ সংক্রান্ত অভিযোগ।

তবে যেসব বিষয়ে বেশি সেবা দেয়া হয়েছে তার মধ্যে মারামারি সংক্রান্ত ৪ হাজার ১০২টি, বিভিন্ন কারণে কাউকে আটকে রাখা সংক্রান্ত বিষয়ে এক হাজার ২১৪টি, ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স সেবা এক হাজার ৬২টি এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে ৯৯২টি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন