ক্র্যাব সদস্যদের কর্মশালায় ফায়ার সার্ভিস ডিজি

ভূমিকম্পে দ্রুত উদ্ধার-সহায়তায় স্পেশাল ফোর্স গড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৫, ২১: ২৪

ফায়ার সার্ভিস মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেছেন, ঢাকায় ভূমিকম্পের মতো বড় দুর্যোগ মুহূর্তে উদ্ধার সহায়তার জন্য কুইক রেসপন্স করতে ৬০ সদস্যের স্পেশাল ফোর্স গঠন করা হয়েছে। ঢাকার বাইরে প্রতিটি বিভাগীয় শহরে ২০ জনের একটা করে স্পেশাল টিম গঠন করা হচ্ছে। ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় ফায়ার সার্ভিসের অপারেশনাল বিভাগকে মিরপুরে স্থানান্তর করা হবে বলেও জানান তিনি।

বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্যদের নিয়ে অগ্নিনির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

বিজ্ঞাপন

রাজধানীর গুলিস্তানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদর দপ্তরের কনফারেন্স রুমে কর্মশালা অনুষ্ঠিত হয়।

ফায়ার সার্ভিস মহাপরিচালক বলেন, ভূমিকম্প হলে আমরাও আক্রান্ত হতে পারি। কিন্তু উদ্ধারকারী অপারেশনাল টিমকে আক্রান্ত হতে দেয়া যাবে না। তাহলে উদ্ধার কাজ করবে কে?

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত