আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের বিবৃতি

ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভে সহিংসতা পরিহার করে অংশ নিন

আমার দেশ ডেস্ক
ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভে সহিংসতা পরিহার করে অংশ নিন

গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ থেকে দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিক প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের নিন্দা জানিয়েছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট। সংগঠনটি বলছে, এক বছরের বেশি সময় ধরে গাজায় নির্মম হত্যাযজ্ঞ চলছে। হাজার হাজার নারী, শিশু হত্যাসহ মানবতাবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ইসরাইল। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় নীরব ও নিশ্চুপ রয়েছে। মুসলিম দেশের সরকারপ্রধানরা গাজার মানুষকে রক্ষায় এগিয়ে আসার পরিবর্তে নীরব ভূমিকা পালন করছে। এমন পরিস্থিতিতে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্বের বিবেকবান মানুষ প্রতিবাদ বিক্ষোভ করে গাজা হত্যাযজ্ঞের নিন্দা ও ক্ষোভ জানিয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশে বিভিন্ন সংগঠন সোমবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ করেছে। এই বিক্ষোভ চলাকালে সিলেট, চট্টগ্রামসহ দেশের বেশ কিছু এলাকায় দোকান ও ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড শুধু নিন্দনীয় নয়, ইন্দো- ইসরাইলি চক্রের ষড়যন্ত্রের অংশ। আমরা মনে করি, স্বার্থান্বেষী মহল বিক্ষোভের সুযোগ নিয়ে এমন হীন কাজ করেছে। চলমান বিনিয়োগ সম্মেলনকে টার্গেট করেই এ ধরনের অপকর্ম হতে পারে। যারা এসব হামলার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা উচিত। কারণ এ ধরনের ঘটনা গাজার বর্বরতার বিরুদ্ধে মানুষের ক্ষোভ ভিন্ন খাতে প্রবাহিত করতে পারে।

প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট জানিয়েছে, গাজার মানুষের সঙ্গে সংহতি প্রকাশ ও বর্বর হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী শনিবার ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হবে। রাজধানীর শাহবাগ থেকে বেলা ৩টায় শুরু হওয়া এই কর্মসূচি শেষ হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। কর্মসূচিতে শরিক হতে ধর্ম-বর্ণ ও দল-মত নির্বিশেষে সবাইকে আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন যাঁরা—

মাহমুদুর রহমান, মিজানুর রহমান আজহারী, শায়খ আহমাদুল্লাহ, মাওলানা মামুনুল হক, হাসনাত আবদুল্লাহ, মুজিবুর রহমান মঞ্জু, জাহিদুল ইসলাম, আজিজুল হক ইসলামাবাদী, প্রফেসর মোখতার আহমাদ, মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ, ড. ফয়জুল হক, মাওলানা রেজাউল করিম আবরার, হাসনাত আবদুল্লাহ, নুরুল হক নুর, রাশেদ খান, সাদেক কাইউম, ড. আসিফ মাহতাব, এ এস এম নাসির উদ্দিন এলান ও মাহমুদ উল্লাহ রিয়াদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন