ভ্যাপসা গরমে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১৫: ২৬

গত তিনদিন ধরে তাপমাত্রা বেড়ে ভ্যাপসা গরম পড়েছে সারাদেশে। গরমে মানুষ যখন অতিষ্ট, ঠিক সেই মুহূর্তে রাজধানীতে এক পসরা বৃষ্টি যেন স্বস্তি এনে দিয়েছে।

আজ সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা, কোনো কোনো এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছিল। তবে দুপুর সোয়া দুইটা থেকে কিছুসময় ধরে পুরান ঢাকার বাবুবাজার, নয়াবাজার, বংশাল, সদরঘাট, চকবাজার গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

বৃষ্টির সঙ্গে হিমেল বাতাসে সামান্য সময়ের জন্যে হলেও ভ্যাপসা গরমে মানুষের মাঝে অন্যরকম এক প্রশান্তি এনেছে।

আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দেয় যে, আজ রাজধানীজুড়ে মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া এমনই থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ডিউটিরত আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, মৌসুমি বায়ুর প্রভাবেই ঢাকার আকাশ মেঘলা। কিছু কিছু এলাকায় ইতোমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। সন্ধ্যা পর্যন্ত এই আবহাওয়া থাকতে পারে৷ এরপর বৃষ্টি কমে আসতে পারে।

এ ছাড়াও সংস্থাটি জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ২৪ জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এতে ওইসময় বৃষ্টির পরিমাণও বাড়তে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়— রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত