পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে সরকারের মনোভাব ইতিবাচক: পররাষ্ট্র উপদেষ্টা

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১৮: ৪৬
আপডেট : ২০ জুলাই ২০২৫, ১৮: ৪৭
পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন নিয়ে ড. ইউনূস সরকারের মনোভাব ইতিবাচক। আমরা সামগ্রিক স্বার্থে পার্বত্য অঞ্চলে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে এগোতে চাই। হয়ত স্বল্প সময়ে সমাধান করতে পারবো না, তবে আপনাদের সহযোগিতা পেলে অনেক দূর এগিয়ে নিতে পারবো।

রোববার বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আয়োজিত জেলার বিভিন্ন উপজেলার কৃষক ও নারীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। বান্দরবানের পরিবেশ সহনীয় উল্লেখ করে তিনি আরো বলেন, অতীতের সরকারের সময় শিক্ষার অবনতি হয়েছে। তাই পাহাড়ের বাসিন্দাদের শিক্ষা, স্বাস্থ্যসহ পার্বত্য এলাকার সকল উন্নয়নে পার্বত্য মন্ত্রণালয়ের পাশে থাকবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

জেলা পরিষদ সদস্য মা ম্যা নুর সঞ্চালনায় অনুষ্ঠান শেষে দু’উপদেষ্টা উপকারভোগীর মধ্যে ৮৪ জনকে গবাদি পশু, ছাগল, শূকর, ১৪২ জনকে সেলাই মেশিন, ২০০ জনকে নগদ টাকা, ২১০০ জনকে ফলদ, বনজ, বাঁশ ও কফি চারা, সার এবং ৪৭টি প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

এর আগে পরিষদ মিলনায়তনে দু’উপদেষ্টাসহ জেলা পরিষদ চেয়ারম্যান ও পুলিশ সুপার একটি করে বৃক্ষ রোপণ করেন।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তার আবুল মনসুর, জেলা পরিষদ সদস্য কর্মকর্তার কালাম, লাল জার বম, খামলাই ম্রো, মোহাম্মদ নাছির উদ্দিন, সাইফুল ইসলাম, রাজু ময় তঞ্চঙ্গ্যাসহ সরকারি বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও বিভিন্ন উপকারভোগী।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত