কাল ফের আন্দোলনে নামছে দুই শিক্ষক সংগঠন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ২১: ২৮

রাজধানীতে বিভিন্ন দাবিতে রোববার আলাদা কর্মসূচি পালন করবে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা।

জানা গেছে, শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ২০ শতাংশ বাড়ি ভাড়া, দেড় হাজার টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচিতে নামছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।

বিজ্ঞাপন

রোববার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি শুরু হবে। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জোটের মহাসচিব দেলাওয়ার হোসেন আজিজী জানিয়েছেন।

তিনি বলেন, এই কর্মসূচিতে অংশ নিতে সারা দেশ থেকে শিক্ষকরা ঢাকায় আসা শুরু করেছেন। দাবি আদায়ে রোববারের অবস্থান থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতির ঘোষণা আসতে পারে।

সংশ্লিষ্টরা জানান, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের গত ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবের শিক্ষক সমাবেশে লক্ষাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিল। ওইদিন শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেসিকের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ দুই মাস পার হলেও প্রজ্ঞাপন জারি না হওয়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ক্ষুব্ধ।

সূত্রমতে, শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে নতুন করে বাড়িভাড়া ভাতা ও মেডিক্যাল ভাতার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন প্রস্তাবনা গত ৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। এতে বাড়িভাড়া ২০ শতাংশ নির্ধারণে নতুন প্রস্তাব করা হয়। একইসঙ্গে কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ এবং চিকিৎসা ভাতা এক হাজার টাকার প্রস্তাব করেন শিক্ষা উপদেষ্টা।

এদিকে রোববার সকাল ১১ টার মধ্যে ১০৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও ফাইলে প্রধান উপদেষ্টার স্বাক্ষর না হলে দুপুর ১২ টায় প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি দেয় সংশ্লিষ্ট শিক্ষক সংগঠন। তাদের আরো দাবি হলো-দ্রুততম সময়ের মধ্যে অনুদান বিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিওর জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় সব সুযোগ-সুবিধা প্রদান।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি শেখ নজরুল ইসলাম মাহবুব বলেন, রোববার সকাল ১১ টায় বিজয় স্মরণীতে মানববন্ধন, প্রধান উপদেষ্টার অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি পেশ কর্মসূচি পালন করবেন তারা।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত