শীতে জবুথবু পঞ্চগড়, জনজীবন ব্যাহত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ০৯: ৪৪

তীব্র শীত জেঁকে বসেছে দেশের উত্তরের জেলা পঞ্চগড়। একদিনের ব্যবধানে তাপমাত্রা দুই অঙ্ক নেমেছে। শুক্রবার সকালে তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর তিন ঘণ্টা আগে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৮ ডিগ্রি।

বিজ্ঞাপন

গতকাল সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে এই জেলার জনজীবন। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। প্রচণ্ড ঠান্ডার কারণে কাজের জন্য বের হতে পারছেন না তারা।

অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণে চেষ্টা করছেন। হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগী। এর মধ্যে চিকিৎসা নিতে আসা বেশির ভাগই শিশু ও বয়স্ক। ঠান্ডায় যারা বেশি অসুস্থ, শুধু তারাই ভর্তি হচ্ছেন হাসপাতালে।

তেঁতুলিয়ার আবহাওয়া অফিসের কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানিয়েছেন, সকাল ছয়টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে সর্বনিম্ন। কয়েকদিন ধরে হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডা অব্যাহত রয়েছে। তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

বিষয়:

শীত
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত