শীত আসছে, নভেম্বরেই একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১০: ৫৮
ছবি: সংগৃহীত

নভেম্বরের শুরুতেই দেশে শীতের আমেজ ছড়িয়ে পড়েছে। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সকাল-সন্ধ্যায় হালকা শীত অনুভূত হলেও রাজধানী ঢাকায় এখনো তেমন ঠাণ্ডা পড়েনি। তবে দুই দিন আগের বৃষ্টির পর থেকে আবহাওয়া কিছুটা শীতল হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, চলতি নভেম্বর মাসে দেশে ৪ থেকে ৭টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দেশের উত্তর-পশ্চিম, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩টি শৈত্যপ্রবাহ তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) আকারে দেখা দিতে পারে।

তিন মাসব্যাপী (নভেম্বর-জানুয়ারি) মৌসুমি পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বর থেকে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পাবে। যদিও সামগ্রিকভাবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।

এ সময় উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকায় শেষরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যান্য অঞ্চলেও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসবে, ফলে শীতের অনুভূতি আরও বাড়বে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত