শীতে জবুথবু পঞ্চগড়, তাপমাত্রা ৮.৩

ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ১১: ৪১

রাজধানীসহ সারাদেশে শীতের তীব্রতা ব্যাপক বেড়েছে। কুয়াশা ও হিমেল হাওয়ার কারণে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। খেটে খাওয়া মানুষজন পড়েছেন চরম বিপাকে। শুক্রবার ভোর থেকে রাজধানীর আকাশ মেঘলা রয়েছে, মেলেনি সূর্যের দেখা। শিশিরে ভিজেছে ঢাকার রাজপথ। এছাড়া পঞ্চগড় ও তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে সর্বনিম্নে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমার কারণে শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে।

পঞ্চগড়ে শুক্রবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকাল ৯টায় এ অঞ্চলে তাপমাত্রা রের্কড হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

২ জানুয়ারি সকাল ৯টায় রেকর্ড হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। গত ১৮ ডিসেম্বর তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এরপর ১৮ ডিসেম্বর পর্যন্ত টানা ছয় দিন মৃদু শৈত্যপ্রবাহ বয়েছে এ জেলায়।

এছাড়া তেঁতুলিয়ায় শুক্রবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত ১৮ ডিসেম্বর তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও গত ১৩ ডিসেম্বর তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল।

এম

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত