
সুদানে নিহত কুড়িগ্রামের দুই শান্তিরক্ষীর দাফন সম্পন্ন
রোববার দুপুর আড়াইটার দিকে হেলিকপ্টার যোগে নিহত দুই শান্তিরক্ষী সেনা সদস্য মমিনুল ইসলাম (৩৮) এবং শান্ত মন্ডলের (২৬) লাশ কুড়িগ্রাম পৌঁছায়। লাশবাহী হেলিকপ্টারটি জেলার উলিপুর উপজেলার হেলিপ্যাডে অবতরণ করে। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে সেখান থেকে নিহত দুই সেনা সদস্যকে নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।























