ডেস্ক রিপোর্ট
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ নিশ্চিতে বাংলাদেশে লিভগার্ডের সহযোগিতায় আইট্রন কোয়াসি ওয়েভ আইপিএস নিয়ে আসলো ঢাকা পাওয়ার ট্রেডার্স।
সম্প্রতি কক্সবাজারে সায়মন বিচ রিসোর্টে ‘লিভগার্ড ২.০ প্রোডাক্ট লঞ্চ’ ইভেন্টে আইট্রন কোয়াসি ওয়েভ আইপিএস এবং স্মার্ট সাইন ওয়েভ আইপিএস ভিশন এইচডিএক্স পন্যের ঘোষনা দেয়া হয় বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
লিভগার্ড বাংলাদেশের বাজারে সেরা স্কয়ার ওয়েভ প্রযুক্তির আইট্রন আইপিএস নিয়ে এসেছে। কোয়াসি ওয়েভ আইপিএসটি বিশেষভাবে বাংলাদেশের বাজারের জন্য ডিজাইন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিপিটি চিফ অপারেটিং অফিসার কাজী আবিদুল হক, তান্ধান গ্রুপ উপদেষ্টা অরিজিৎ মুখার্জি, ডিপিটি প্রতিষ্ঠাতা সদস্য পঙ্কজ রায় চৌধুরী এবং মুরাদ হোসেন, লিভগার্ডের ইন্টারন্যাশনাল বিজনেসের প্রধান অলংকার মিত্তল,ভাইস প্রেসিডেন্ট শায়ান দেব মুখার্জি এবং লিভগার্ডের ইন্টারন্যাশনাল বিজনেসের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার খুসবু শেঠি।
আইট্রন কোয়াসি ওয়েভ আইপিএস এবং স্মার্ট সাইন ওয়েভ আইপিএস ভিশন এইচডিএক্সের প্রোডাক্ট বাংলাদেশী পরিবার এবং ব্যবসার অনন্য বিদ্যুৎ চাহিদা পূরণের জন্য ডিজাইন করা হয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের সময় নিরবচ্ছিন্ন এবং নিরবচ্ছিন্ন শক্তি ব্যাকআপ নিশ্চিত করবে বলে জানান কর্মকর্তারা।
অনূষ্ঠানে ডিপিটির চীফ অপারেটিং অফিসার কাজী আবিদুল হক বলেন, লিভগার্ডের এর সাথে আমাদের যাত্রায় নিরলসভাবে ইনোভেশন ও কোয়ালিটির উপর জোর দিচ্ছি। নতুন আইপিএসগুলো এনার্জি সাশ্রয়ী এবং প্রযুক্তিগতভাবে উন্নত পাওয়ার ব্যাকআপের মাধ্যমে গ্রাহকের আস্থা ধরে রাখবে বলে আশা করি।
লিভগার্ডের সোলার অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেসের প্রধান অলংকার মিত্তল আরও বলেন, “বাংলাদেশ লিভগার্ডের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার, এবং ডিপিটির সাথে আগামী দিনে আরো নতুন প্রযুক্তির পাওয়ার সলিউশন নিয়ে আসতে চাই আমরা।
ঢাকা পাওয়ার ট্রেডার্স (ডিপিটি) বাংলাদেশের জ্বালানি খাতে একটি শীর্ষস্থানীয় নাম, যা গ্রাহকদের কাছে বিশ্বমানের পাওয়ার সলিউশনের জন্য পরিচিত। বাংলাদেশী পরিবার এবং ব্যবসার চাহিদা অনুসারে বিভিন্ন ধরণের পাওয়ার ব্যাকআপ সমাধান প্রদান করে।
লিভগার্ড আন্তর্জাতিক বাজারে পাওয়ার সলিউশনের টেকসই সমাধানের জন্য সুপরিচিত। উদ্ভাবন এবং প্রযুক্তির প্রতি গভীর প্রতিশ্রুতির সাথে, লিভগার্ড বিশ্বব্যাপী দক্ষ, টেকসই এবং স্মার্ট শক্তি পণ্য সরবরাহের জন্য ধারাবাহিকভাবে সীমানা অতিক্রম করে চলেছে।
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ নিশ্চিতে বাংলাদেশে লিভগার্ডের সহযোগিতায় আইট্রন কোয়াসি ওয়েভ আইপিএস নিয়ে আসলো ঢাকা পাওয়ার ট্রেডার্স।
সম্প্রতি কক্সবাজারে সায়মন বিচ রিসোর্টে ‘লিভগার্ড ২.০ প্রোডাক্ট লঞ্চ’ ইভেন্টে আইট্রন কোয়াসি ওয়েভ আইপিএস এবং স্মার্ট সাইন ওয়েভ আইপিএস ভিশন এইচডিএক্স পন্যের ঘোষনা দেয়া হয় বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
লিভগার্ড বাংলাদেশের বাজারে সেরা স্কয়ার ওয়েভ প্রযুক্তির আইট্রন আইপিএস নিয়ে এসেছে। কোয়াসি ওয়েভ আইপিএসটি বিশেষভাবে বাংলাদেশের বাজারের জন্য ডিজাইন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিপিটি চিফ অপারেটিং অফিসার কাজী আবিদুল হক, তান্ধান গ্রুপ উপদেষ্টা অরিজিৎ মুখার্জি, ডিপিটি প্রতিষ্ঠাতা সদস্য পঙ্কজ রায় চৌধুরী এবং মুরাদ হোসেন, লিভগার্ডের ইন্টারন্যাশনাল বিজনেসের প্রধান অলংকার মিত্তল,ভাইস প্রেসিডেন্ট শায়ান দেব মুখার্জি এবং লিভগার্ডের ইন্টারন্যাশনাল বিজনেসের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার খুসবু শেঠি।
আইট্রন কোয়াসি ওয়েভ আইপিএস এবং স্মার্ট সাইন ওয়েভ আইপিএস ভিশন এইচডিএক্সের প্রোডাক্ট বাংলাদেশী পরিবার এবং ব্যবসার অনন্য বিদ্যুৎ চাহিদা পূরণের জন্য ডিজাইন করা হয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের সময় নিরবচ্ছিন্ন এবং নিরবচ্ছিন্ন শক্তি ব্যাকআপ নিশ্চিত করবে বলে জানান কর্মকর্তারা।
অনূষ্ঠানে ডিপিটির চীফ অপারেটিং অফিসার কাজী আবিদুল হক বলেন, লিভগার্ডের এর সাথে আমাদের যাত্রায় নিরলসভাবে ইনোভেশন ও কোয়ালিটির উপর জোর দিচ্ছি। নতুন আইপিএসগুলো এনার্জি সাশ্রয়ী এবং প্রযুক্তিগতভাবে উন্নত পাওয়ার ব্যাকআপের মাধ্যমে গ্রাহকের আস্থা ধরে রাখবে বলে আশা করি।
লিভগার্ডের সোলার অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেসের প্রধান অলংকার মিত্তল আরও বলেন, “বাংলাদেশ লিভগার্ডের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার, এবং ডিপিটির সাথে আগামী দিনে আরো নতুন প্রযুক্তির পাওয়ার সলিউশন নিয়ে আসতে চাই আমরা।
ঢাকা পাওয়ার ট্রেডার্স (ডিপিটি) বাংলাদেশের জ্বালানি খাতে একটি শীর্ষস্থানীয় নাম, যা গ্রাহকদের কাছে বিশ্বমানের পাওয়ার সলিউশনের জন্য পরিচিত। বাংলাদেশী পরিবার এবং ব্যবসার চাহিদা অনুসারে বিভিন্ন ধরণের পাওয়ার ব্যাকআপ সমাধান প্রদান করে।
লিভগার্ড আন্তর্জাতিক বাজারে পাওয়ার সলিউশনের টেকসই সমাধানের জন্য সুপরিচিত। উদ্ভাবন এবং প্রযুক্তির প্রতি গভীর প্রতিশ্রুতির সাথে, লিভগার্ড বিশ্বব্যাপী দক্ষ, টেকসই এবং স্মার্ট শক্তি পণ্য সরবরাহের জন্য ধারাবাহিকভাবে সীমানা অতিক্রম করে চলেছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির বিউবো শাখার সাবেক সম্পাদক প্রকৌশলী এ. জে. এম. লুৎফে রব্বানী শুক্রবার (১৭ অক্টোবর) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৩ দিন আগেবাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেবি) নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংগঠনের এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত হয়।
৩০ আগস্ট ২০২৫মানবিক সেবার অংশ হিসেবে ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৬৬ টন খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে আল-মারকাজুল ইসলামী (এএমআই)। এতে প্রায় ৩ হাজার পরিবার পর্যায়ক্রমে সহায়তা পাবে। এর আগে সংস্থাটি গত সপ্তাহে ৫০০ রোহিঙ্গা শিশুর সুন্নতে খতনা সম্পন্ন করেছে।
২৩ আগস্ট ২০২৫আন্তর্জাতিক যুব দিবস আজ। প্রতি বছর ১২ আগস্ট এ দিবসটি পালন করা হয়। এটি বিশ্বব্যাপী যুব বিষয়গুলোর প্রতি সরকার এবং অন্যদের দৃষ্টি আকর্ষণ করার একটি সুযোগ হিসেবে বিবেচিত হয়।
১২ আগস্ট ২০২৫