সাঁওতাল পল্লীতে হত্যা-আগুন

সাবেক এমপি আবুল কালামসহ জড়িতদের শাস্তির দাবি

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪: ৫৯

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে ২০১৬ সালের ৬ নভেম্বর তিন জনকে হত্যা, নির্যাতন ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ জড়িত পুলিশ সদস্যদের অবিলম্বে গ্রেপ্তার এবং দ্রুত বিচারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক সমন্বয় কমিটি। এ ছাড়া আরো সাত দফা দাবি জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

রবিবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে গোবিন্দগঞ্জের সাঁওতাল আদিবাসীদের ভূমি থেকে উচ্ছেদের পাঁয়তারার প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা দাবিগুলো উপস্থাপন করেন। এর মধ্যে রয়েছে—বন্ধ চিনিকলগুলো চালু করা লাভজনক কিনা তা বিশেষজ্ঞ নিয়োগ করে যাচাই এবং সুপারিশ প্রদান করা। তার আগে কোনো বন্ধ চিনিকল চালু না করা।

সরকারি চিনিকলগুলোর লোকসানের কারণ অনুসন্ধান ও দায়ীদের চিহ্নিত করতে বিশেষজ্ঞদের সমন্বয়ে শক্তিশালী ও স্বাধীন তদন্ত কমিশন গঠন করা। এতে সমস্যা শনাক্ত করা সহজ হবে। এসব কাজ সম্পন্ন হবার আগে চিনিকল চালুর সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা দিতে হবে।

চিনিকল চালুর জন্য গঠিত আমলানির্ভর টাস্কফোর্স বাতিল, চিনি ও খাদ্য শিল্প করপোরেশন সংস্কার/প্রতিস্থাপন করে অভ্যন্তরীণ ও বৈদেশিক চাহিদার নিরিখে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের উন্নয়ন কীভাবে ঘটানো যায় সেই প্রস্তাবনার জন্য বিশেষজ্ঞ সমন্বয়ে সংস্কার কমিশন গঠন করতে হবে।

গোবিন্দগঞ্জের বাগদা ফার্মের রিকুইজিশন করা জমি আখ চাষের নামে নেয়া হলেও প্রায় দুই দশক তা ব্যবহৃত হচ্ছে না। তাই তিন ফসলা ১৮৪২.৩০ একর কৃষিজমি মূল সাঁওতাল আদিবাসীদের উত্তরাধিকারী ও তাদের পরিবার-পরিজন এবং অন্যান্য আদি-বাঙালি কৃষক পরিবারের কাছে অবিলম্বে হস্তান্তর করতে হবে। এ ব্যাপারে কোনো গড়িমসি চলবে না।

২০১৬ সালের ৬ নভেম্বর সাঁওতাল পল্লীতে হামলাকারী, অগ্নিসংযোগকারী, লুটপাটকারী পুলিশের একাংশসহ অভিযুক্ত সবাইকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

ওইদিন গোবিন্দগঞ্জে শ্যামল হেমব্রম, মঙ্গল মার্ডি ও রমেশ টুডুকে প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় স্বৈরশাসকদের দোসর সাবেক এমপি আবুল কালাম আজাদ ও চিনিকল ম্যানেজার আব্দুল আউয়ালের সম্পৃক্ততা ছিল বলে অভিযোগ আছে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার এবং আইন অনুযায়ী দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করার আবেদন জানান তারা।

সংবাদ সম্মেলনে আলোচক ছিলেন এএলআরডির চেয়ারপারসন ও নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী তবারক হোসাইন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গাইবান্ধা জজ কোর্টের আইনজীবী সিরাজুল ইসলাম বাবু, গোবিন্দগঞ্জের বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত