আমার দেশ ডেস্ক
শিক্ষার আলোকে আরও বিস্তৃত করতে এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে ‘কাগজবাড়ি’ নামের একটি প্রতিষ্ঠান নিয়েছে প্রশংসনীয় উদ্যোগ। এ উপলক্ষে বুধবার (২৮ মে) রাজধানীর ঢাকা উদ্যান এলাকার প্রভাতী স্কুল অ্যান্ড কলেজে এক ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
কাগজবাড়ি মূলত দেশের বিভিন্ন প্রান্তের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের ‘লো কস্ট স্টেশনারি’ প্রজেক্ট নিয়ে কাজ করছে। ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে তাদের কার্যক্রম ছড়িয়ে দিতে চায় প্রতিষ্ঠানটি; যাতে পিছিয়ে থাকা শিক্ষার্থীরাও সমান সুযোগে পড়াশোনা চালিয়ে যেতে পারে।
এদিন শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে হাতের লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে সুন্দর হাতের লেখার স্বীকৃতি হিসেবে দেওয়া হয় পুরস্কার। পাশাপাশি বড় হয়ে শিক্ষার্থীরা যেন দেশের সেবা করতে পারে সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়া ক্যারিয়ার গঠনে তাদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলতে অনুপ্রেরণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রভাতী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান বলেন, কাগজবাড়ির এ ধরনের উদ্যোগে আমি খুবই খুশি। শিক্ষার্থীদের কমমূল্যে শিক্ষাসামগ্রী দেওয়ার এ উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে কাগজবাড়ির পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রথম থেকে দশম শ্রেণির প্রতিটি ক্লাস থেকে নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বছরে দুই লাখ টাকা মূল্যমানের শিক্ষাসামগ্রী বিনামূল্যে বিতরণ করা হবে। ইতোমধ্যে বাজারদাম থেকে প্রায় অর্ধেক মূল্যে দেশের স্বনামধন্য কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে তারা শিক্ষাসামগ্রী সরবরাহ করেছে।
নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে কাগজবাড়ি চায় দেশের প্রতিটি শিক্ষার্থীকে এক কাতারে আনতে। তাদের লক্ষ্য শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করা। আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সীমিত মূল্যে বা বিনামূল্যে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দিতে তারা অঙ্গীকারবদ্ধ।
শিক্ষার আলোকে আরও বিস্তৃত করতে এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে ‘কাগজবাড়ি’ নামের একটি প্রতিষ্ঠান নিয়েছে প্রশংসনীয় উদ্যোগ। এ উপলক্ষে বুধবার (২৮ মে) রাজধানীর ঢাকা উদ্যান এলাকার প্রভাতী স্কুল অ্যান্ড কলেজে এক ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
কাগজবাড়ি মূলত দেশের বিভিন্ন প্রান্তের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের ‘লো কস্ট স্টেশনারি’ প্রজেক্ট নিয়ে কাজ করছে। ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে তাদের কার্যক্রম ছড়িয়ে দিতে চায় প্রতিষ্ঠানটি; যাতে পিছিয়ে থাকা শিক্ষার্থীরাও সমান সুযোগে পড়াশোনা চালিয়ে যেতে পারে।
এদিন শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে হাতের লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে সুন্দর হাতের লেখার স্বীকৃতি হিসেবে দেওয়া হয় পুরস্কার। পাশাপাশি বড় হয়ে শিক্ষার্থীরা যেন দেশের সেবা করতে পারে সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়া ক্যারিয়ার গঠনে তাদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলতে অনুপ্রেরণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রভাতী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান বলেন, কাগজবাড়ির এ ধরনের উদ্যোগে আমি খুবই খুশি। শিক্ষার্থীদের কমমূল্যে শিক্ষাসামগ্রী দেওয়ার এ উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে কাগজবাড়ির পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রথম থেকে দশম শ্রেণির প্রতিটি ক্লাস থেকে নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বছরে দুই লাখ টাকা মূল্যমানের শিক্ষাসামগ্রী বিনামূল্যে বিতরণ করা হবে। ইতোমধ্যে বাজারদাম থেকে প্রায় অর্ধেক মূল্যে দেশের স্বনামধন্য কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে তারা শিক্ষাসামগ্রী সরবরাহ করেছে।
নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে কাগজবাড়ি চায় দেশের প্রতিটি শিক্ষার্থীকে এক কাতারে আনতে। তাদের লক্ষ্য শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করা। আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সীমিত মূল্যে বা বিনামূল্যে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দিতে তারা অঙ্গীকারবদ্ধ।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সাবেক তিনবারের সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন তালুকদার (বেনু মিয়া) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৪১ মিনিট আগেবাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির বিউবো শাখার সাবেক সম্পাদক প্রকৌশলী এ. জে. এম. লুৎফে রব্বানী শুক্রবার (১৭ অক্টোবর) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৩ দিন আগেবাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেবি) নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংগঠনের এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত হয়।
৩০ আগস্ট ২০২৫মানবিক সেবার অংশ হিসেবে ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৬৬ টন খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে আল-মারকাজুল ইসলামী (এএমআই)। এতে প্রায় ৩ হাজার পরিবার পর্যায়ক্রমে সহায়তা পাবে। এর আগে সংস্থাটি গত সপ্তাহে ৫০০ রোহিঙ্গা শিশুর সুন্নতে খতনা সম্পন্ন করেছে।
২৩ আগস্ট ২০২৫