আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মৌসুমি ফল উৎসব ২০২৫

মিয়া মোহাম্মদ সবুজ
মৌসুমি ফল উৎসব ২০২৫

গত ২৯ জুন রোববার আমার দেশ পাঠকমেলার সৌজন্যে রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম ইসলামিয়া ক্যাডেট মাদরাসায় এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো ‘মৌসুমি ফল উৎসব ২০২৫’। উৎসবের প্রতিপাদ্য নির্ধারণ করা হয় ‘দেশি ফল বেশি বল’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে দেশীয় ফলের প্রতি আগ্রহ বাড়ানো এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে আয়োজিত হয় এ ব্যতিক্রমী উৎসব।

বিজ্ঞাপন

উৎসবে দেশি ও বিদেশি প্রায় ৪০ প্রজাতির মৌসুমি ফল প্রদর্শন করা হয়। এগুলোর মধ্যে আম, লিচু, কাঁঠাল, তরমুজ, জাম, পেয়ারা, আনারস, ড্রাগন ফল, স্ট্রবেরি, মাল্টা, কমলা, খেজুর, বেল, আঙুর, গোলাপজাম, জামরুল, ডাব, আনার, ডেউয়াসহ নানা ফল স্থান পায়। এসব ফলের রঙ, গন্ধ ও স্বাদের মাধুর্যে পুরো মাদরাসা চত্বর যেন রঙিন হয়ে ওঠে। উৎসবে ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষকসহ অন্যান্য অতিথি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং উৎসব উপভোগ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধনতোলা দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রভাষক মো. আনসারুল হক, মুহতামিম মাওলানা হাফেজ মো. বেলাল আহমেদ এবং মুহতামিম মাওলানা মো. নাবিদ হাসান। আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা আলহাজ মাওলানা মো. ফজলুল হক, পরিচালক মাওলানা মো. মিজানুল হক, প্রধান শিক্ষক মাওলানা আবু সাঈম ত্বহা, সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা মো. মহিউদ্দিন ও মাদরাসার সব শিক্ষক-শিক্ষিকা।

অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে ফলের উপকারিতা ও পুষ্টিগুণ এবং স্বাস্থ্য রক্ষায় এর গুরুত্বের কথা উল্লেখ করেন। তারা বলেন, ‘আমাদের দেশীয় ফল শুধু স্বাদেই নয়, গুণেও ভরপুর। শিশুকাল থেকেই এই ফলভিত্তিক খাদ্যাভ্যাস গড়ে তুললে সুস্থ ও সবল জাতি গড়ে তোলা সম্ভব।’

সার্বিকভাবে এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে দেশীয় সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের প্রতি সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার পরিবেশকে আনন্দময় ও কার্যকর করে তুলেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন