আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফেনী কমিটির অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি সভা

এসএম ইউসুফ আলী
ফেনী কমিটির অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি সভা

আমার দেশ পাঠকমেলার ফেনী জেলা আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি সভা ফেনী প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল সন্ধ্যায় ওই সভায় অতিথি ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, জসিম মাহমুদ এবং সাবেক সাধারণ সম্পাদক ও আমার দেশ-এর জেলা প্রতিনিধি এসএম ইউসুফ আলী।

বিজ্ঞাপন

সভাপতিত্ব করেছেন পাঠকমেলার ফেনী জেলা আহ্বায়ক লেখক ও প্রকৌশলী নজরুল ইসলাম চৌধুরী। সঞ্চালনা করেছেন আমার দেশ পাঠকমেলা জেলা কমিটির সদস্য সচিব আবদুস সালাম ফরায়জী।

এই প্রস্তুতি সভায় অংশ নেন আহ্বায়ক কমিটির সদস্য ও সোনালী ব্যাংক মহিপাল শাখার ব্যবস্থাপক শরিফুল ইসলাম ও ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি মো. জাহিদুল আলম মজুমদার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মহিউদ্দিন খোন্দকার, কলেজ শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সাধারণ সম্পাদক সাধারণ মো. আলমগীর চৌধুরী, লেখক ও চূড়া প্রকাশনীর স্বত্বাধিকারী মুস্তাফা মুহিত, জেলা স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা সংগীতশিল্পী ওসমান গনী রাসেল প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও শহরের ব্যবসায়ী রিয়াজ উদ্দিন স্বপন, উদ্যোক্তা মাঈন উদ্দিন মিয়াজি প্রমুখ।

এ সময় আমার দেশ পাঠকমেলার নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের সিদ্ধান্ত হয়। আগামী ২৫ এপ্রিল, শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠানটি হবে। স্থান হিসেবে ফেনী পৌরসভার কনফারেন্স হল নির্ধারণ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন