হাফ প্যান্ট পরা ছবি নিয়ে যা বললেন তাসনিম জারা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৯: ৩২
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১৫: ৪২

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার এক ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, ডা. তাসনিম জারা হাফ প্যান্ট পরে আছেন।

বিষয়টি নিয়ে তাসনিম জারা এক ফেসবুক পোস্টে বলেছেন, ‘দুটি পত্রিকা আমার হাফ প্যান্ট পরা যে ছবি পোস্ট করেছে সেটা সম্পাদিত। এটা যে ভুয়া ছবি পত্রিকা দুটি তা উল্লেখ করেনি। আমার সম্মানহানির উদ্দেশ্যেই এটা করা হয়েছে।’

প্রকৃতপক্ষে, তাসনিম জারার হাফ প্যান্ট পরা ছবিটি আসল নয়। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তার তৈরি করা হয়েছে। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে উঠে আসে এ তথ্য।

সংস্থাটির অনুসন্ধানে জানা যায়, ডা. তাসনিম জারার হাফ প্যান্ট পরিহিত ভাইরাল ছবিটি আসল নয়। বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তার ফুল প্যান্ট পরা একটি ছবি সম্পাদনা করে এই ছবি তৈরি করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত