আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাদির ওপর হামলার ঘটনায় বিএনপির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
হাদির ওপর হামলার ঘটনায় বিএনপির বিক্ষোভ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলটি।

শনিবার রাজধানীর নয়াপল্টন থেকে সংক্ষিপ্ত সমাবেশে শেষে নির্ধারিত পথ প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিল শেষ হয়।

বিজ্ঞাপন

মিছিল পূর্ব সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, গতকাল হাসপাতালে যে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল, তারা হাদির সমর্থক নয়— তারা অন্য একটি দলের লোক। আমরা শান্ত না থাকলে হাদির চিকিৎসা ব্যাহত হতো। হাদি আমার সন্তানের মতো। হাদি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে আমি মানসিকভাবে আহত হয়েছি। এ আঘাত শুধু একজন মানুষের ওপর নয়, গণতন্ত্রের ওপর আঘাত। যারা এ হামলা করেছে, তাদের কালো হাত ভেঙে দিতে হবে।

তিনি বলেন, দুপুর দুইটায় হাদি গুলিবিদ্ধ হন। আধাঘণ্টা পরই একটি দল ফেসবুকে উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে পোস্ট দেওয়া শুরু করে। হাসপাতালে গিয়ে আমি দেখেছি— সবই ছিল পরিকল্পিত। আমি ঢাকার ছেলে, দীর্ঘ ৫০ বছর ধরে ঢাকায় রাজনীতি করি। আমি শান্ত ছিলাম। আমার নির্দেশনা পেলে তোমাদের তুলোধুনো করে দিত। কিন্তু আমরা শান্ত ছিলাম বলেই হাদীর চিকিৎসা ব্যাহত হয়নি।

আর দলটির সিনিয়র যুগ্মমহাসচিব রিজভী বলেন, ঘটনা ঘটার এক-দুই ঘণ্টার মধ্যেই ফেসবুকে একটি পোস্ট দেওয়া হয়, যেখানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ‘গ্যাংস্টার’সহ নানা কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করা হয়। তদন্ত শেষ হওয়ার আগেই এ ধরনের পোস্ট দেওয়ার অর্থ কী?

তিনি আরও বলেন, এ এলাকায় আমরা দেখেছি, অন্য রাজনৈতিক দলের বড় বড় নেতারা বসবাস করেন। শান্তিনগর, শাহজাহানপুর ও খিলগাঁও এলাকায় তারা থাকেন। কিন্তু তারা কখনো ক্ষতিগ্রস্ত হন না কেন?

শরীফ উসমান হাদিকে দেশের শত্রুদের বিরুদ্ধে সোচ্চার নেতা উল্লেখ করে রিজভী প্রশ্ন তোলেন, তিনি কি কখনো মির্জা আব্বাসের বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়েছেন? তাহলে কেন বলা হচ্ছে তিনি নাকি তাকে বিরক্ত করছিলেন? এটা কি ‘ঠাকুর ঘর কেড়ে আমি কলা খাইনি’ অবস্থার মতো নয়?

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন