চীনকে আরও সক্রিয় ভূমিকা গ্রহণের আহ্বান বিপ্লব ওয়ার্কার্স পার্টির

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ২০: ৫০

রোহিঙ্গাদের মায়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের ব্যাপারে চীনকে আরও সক্রিয় ভূমিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

রোববার বিকেলে রাজধানীর ওয়েস্ট ইন হোটেলে সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে ওয়ার্কার্স পার্টির অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী এক বৈঠকে এ আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পার্টির সম্পাদক সাইফুল হক বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার চীনের সরকার ও পার্টিকে শুভেচ্ছা জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে আগামীতে শিল্প, কৃষি, বাণিজ্য, অবকাঠামো, শিক্ষা, চিকিৎসা, পানি ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। তিনি রোহিঙ্গাদের মায়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের ব্যাপারে চীনের আরও সক্রিয় ভূমিকা গ্রহণের আহ্বান জানান।

একইসঙ্গে তিনি বাংলাদেশিদের জন্য চীনের ভিসা আরও সহজ করার আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ চীনবিরোধী কোনো তৎপরতায় কাউকে বাংলাদেশকে ব্যবহারের সুযোগ দেবে না। তিনি আশাবাদ প্রকাশ করেন যে,আগামীতে উভয় পার্টির মধ্যকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।

চীনের প্রতিনিধি দলের প্রধান উল্লেখ করেন, এ বছর উভয় দেশের মধ্যকার কুটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উদ্‌যাপন চলছে। তিনি বলেন, চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসাবে অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার নীতিতে অটল থেকে আগামীতে পারস্পরিক মর্যাদার ভিত্তিতে বাংলাদেশের সাথে বহুমাত্রিক সহযোগিতার সম্পর্ক এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আগামীতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্কে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

এ বৈঠকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান ও মীর মোফাজ্জল হোসেন মোশতাক অংশগ্রহণ করেন।

চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ এশিয়া ব্যুরোর ডাইরেক্টর জেনারেল পেং জিয়াওবিনের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা এ বৈঠকে অংশ নেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত