আমার দেশ অনলাইন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ও রাজনীতিবিদদের ক্রীড়াঙ্গনে ভূমিকা নিয়ে এবার সরাসরি মন্তব্য করেছেন বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ওই পোস্টে ইশরাক লেখেন, গত কয়েকদিন অনেক কিছু বলা হলেও, নির্বাচনকে প্রভাবিত না করার জন্য আমি কোনো পাবলিক প্ল্যাটফর্মে কথা বলিনি। আজ অল্প কিছু বলছি, কারণ সব খুলে বললে অনেকের পোশাক পর্যন্ত খুলে যেতে পারে। তিনি আরও স্পষ্ট করেন যে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সন্তানরা ক্রিকেট বোর্ডে আসার চেষ্টা করেছেন দেশ ও জাতির কল্যাণে। ‘আমাদের সকলের ভালোবাসা এবং গৌরবের জায়গা ক্রিকেট। কিছু মানুষ বলছে, রাজনীতিবিদ বা তাদের পরিবারের কেউ ক্রীড়া সংগঠক হওয়া হারাম। এটি কোনো কেলেঙ্কারি বা আইন লঙ্ঘন নয়,’ যোগ করেন তিনি।
ইশরাকের মতে, যারা প্রার্থী হয়েছিলেন, তারা যোগ্য, শিক্ষিত, ক্রিকেটপ্রেমী এবং সম্পদশালী। তাদের উদ্দেশ্য ছিল কেবল ক্রিকেটকে এগিয়ে নেওয়া এবং জাতীয় ও জেলা পর্যায়ে অবদান রাখা। তিনি অভিযোগ করেন যে বর্তমানে নির্বাচনি প্রক্রিয়ায় ‘কিংস পার্টি’র ইন্ধনে উপদেষ্টা সরাসরি হস্তক্ষেপ করেছেন এবং দলের নির্বাচিত কাউন্সিলর নিয়োগে বৈষম্য সৃষ্টি হয়েছে।
পোস্টের শেষে ইশরাক বলেন, বিএনপির পরিবারের সদস্যরা ১৭ বছর ধরে বৈষম্যের শিকার হয়েছেন। এখন সরকারের কিছু উপদেষ্টা সেই একই পথ অনুসরণ করছেন। তারা প্রশ্ন করছেন—‘বিএনপির লোকজন বিসিবিতে কী করছে?’ মহান আল্লাহ চাইলে, তারা বিসিবিতে কী করছে এবং কতটা অবদান রাখছে, তা অচিরেই দেখা যাবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ও রাজনীতিবিদদের ক্রীড়াঙ্গনে ভূমিকা নিয়ে এবার সরাসরি মন্তব্য করেছেন বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ওই পোস্টে ইশরাক লেখেন, গত কয়েকদিন অনেক কিছু বলা হলেও, নির্বাচনকে প্রভাবিত না করার জন্য আমি কোনো পাবলিক প্ল্যাটফর্মে কথা বলিনি। আজ অল্প কিছু বলছি, কারণ সব খুলে বললে অনেকের পোশাক পর্যন্ত খুলে যেতে পারে। তিনি আরও স্পষ্ট করেন যে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সন্তানরা ক্রিকেট বোর্ডে আসার চেষ্টা করেছেন দেশ ও জাতির কল্যাণে। ‘আমাদের সকলের ভালোবাসা এবং গৌরবের জায়গা ক্রিকেট। কিছু মানুষ বলছে, রাজনীতিবিদ বা তাদের পরিবারের কেউ ক্রীড়া সংগঠক হওয়া হারাম। এটি কোনো কেলেঙ্কারি বা আইন লঙ্ঘন নয়,’ যোগ করেন তিনি।
ইশরাকের মতে, যারা প্রার্থী হয়েছিলেন, তারা যোগ্য, শিক্ষিত, ক্রিকেটপ্রেমী এবং সম্পদশালী। তাদের উদ্দেশ্য ছিল কেবল ক্রিকেটকে এগিয়ে নেওয়া এবং জাতীয় ও জেলা পর্যায়ে অবদান রাখা। তিনি অভিযোগ করেন যে বর্তমানে নির্বাচনি প্রক্রিয়ায় ‘কিংস পার্টি’র ইন্ধনে উপদেষ্টা সরাসরি হস্তক্ষেপ করেছেন এবং দলের নির্বাচিত কাউন্সিলর নিয়োগে বৈষম্য সৃষ্টি হয়েছে।
পোস্টের শেষে ইশরাক বলেন, বিএনপির পরিবারের সদস্যরা ১৭ বছর ধরে বৈষম্যের শিকার হয়েছেন। এখন সরকারের কিছু উপদেষ্টা সেই একই পথ অনুসরণ করছেন। তারা প্রশ্ন করছেন—‘বিএনপির লোকজন বিসিবিতে কী করছে?’ মহান আল্লাহ চাইলে, তারা বিসিবিতে কী করছে এবং কতটা অবদান রাখছে, তা অচিরেই দেখা যাবে।
ইসলামী আন্দোলন নেতাদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট (আইআরআই) প্রতিনিধি দল। বুধবার সকাল ১১টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩৩ মিনিট আগেজামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জুলাই সনদের মধ্যে যেগুলো নির্বাচন সংশ্লিষ্ট সেগুলো আগে পাস করে পরে নির্বাচন দিতে হবে। সেই সঙ্গে প্রধান উপদেষ্টার আদেশের মাধ্যমে জুলাই সনদকে আইনি রূপ দিতে হবে।
১ ঘণ্টা আগেবৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিশদ আলোচনা হয়েছে বলে জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্পাদক সুলতান মোহাম্মদ জাকারিয়া। তিনি বলেন, আগামী নির্বাচনের প্রক্রিয়া, মাঠ পর্যায়ের নিরপেক্ষতা ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতার বিষয়ে আলোচনা হয়েছে।
১ ঘণ্টা আগেনিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
১ ঘণ্টা আগে