সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটের দাবি জারার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ২১: ০১

সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেছেন, নারীদের পিছিয়ে রাখলে দেশ ও জাতির অগ্রগতি সম্ভব নয়। তাদের জন্য সুস্থ সুন্দর রাজনৈতিক পরিবেশ তৈরির দরকার।

শুক্রবার বাংলামোটরে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ে 'মর্যাদাপূর্ণ বাংলাদেশ ও নতুন বন্দোবস্তের লক্ষ্যে নারীদের প্রত্যয়' শীর্ষক সেমিনারে এ দাবি জানান তিনি।

বিজ্ঞাপন

দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, সিদ্ধান্ত গ্রহণের জায়গায় কিছু পকেট গোষ্ঠী থাকে যেখানে নারীদের অংশগ্রহণ নেই। রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নারীদের জন্য অনিরাপদ জাগাটাকে নিরাপদ করে তোলার চ্যালেঞ্জ রয়ে গেছে। এই সংকট কাটিয়ে উঠতে তাদেরকে ক্ষমতার সর্বক্ষেত্রে জায়গা দিতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানের স্বপ্ন পূরণের দায়িত্ব আমাদের জানিয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন বলেন, নারীদের নিজেদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে। যোগ্যতার মূল্যায়ন করে নারীকে তুলে আনার দায়িত্ব নিতে হবে পুরুষকে।

দলের মধ্যে ও প্রান্তিক পর্যায়ে নারীদের ক্ষমতায়ন করতে হবে মন্তব্য করে তিমি বলেন, তাহলে মাঠের রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি সংসদেও লড়াই চালিয়ে যেতে পারবে নারীরা।

নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য সমানভাবে নারী ও পুরুষ সবার কথা বলতে হবে বলে মনে করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখপাত্র আশরেফা খাতুন। তৃণমূলের নারীদের মূল ধারায় তুলে আনতে না পারলে তাদের রাজনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠা করা অসম্ভব বলে মন্তব্য করেন তিনি।

মহিলা দলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহীনুর নার্গিস বলেন, রাষ্ট্র ও সংবিধান নারীদের প্রতি বৈষম্য করেনি করেছে এর নির্মাতারা। এই বৈষম্য নিরসনে সবাইকে কণ্ঠস্বর উঁচু করার আহ্বান তাঁর।

সমাপনী বক্তব্যে জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম বলেন, জাতীয় যুবশক্তি নারী নেতৃত্বকে এমন ভাবে তুলে আনবে যাতে তারা দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দিতে পারে।

সেমিনারে আরও বক্তব্য রাখেন জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম, মুখ্য সংগঠক ফরহাদ সোহেল ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব দ্যুতি অরণ্য চৌধুরী।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত