আমরা বিভিন্ন মাধ্যমে তথ্য পেয়েছি অপরাধী এখনো দেশেই আছে বলে মন্তব্য করেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের ফাতিমা তাসনিম জুমা।
সোমবার তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক একাউন্টে তিনি এসব কথা বলেন।
জুমা লেখেন, আমরা বিভিন্ন মাধ্যমে তথ্য পেয়েছি অপরাধী এখনো দেশেই আছে। এইসব নাটক প্রোপাগাণ্ডা তৈরি করে অপরাধীদের পার করে দেওয়ার চেষ্টা করবেন না, সাবধান! জাহান্নামে থাকলে জাহান্নাম থেকে এনে আমাদের সামনে দাঁড় করাইতে হবে।
অপর এক পোস্টে তিনি লেখেন, আপনাদের অনেক সত্য জানা জরুরি। বাংলাদেশের সার্বভৌমত্ব কোন অবস্থানে গিয়ে পৌঁছেছে সব আপনাদের জানাইতে চাই। কাউকে বিশ্বাস করার সুযোগ রাখে নাই।
আজ বিকাল ৩ টায় শহীদ মিনারে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি লিখেন, দেশের স্বার্থে আপনারা আসুন। ওসমান হাদি কেবল নেতা হইতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয় নাই।
প্রকৃত বিজয়ের পথ দেখাইতে গিয়ে আজকে তাকে জীবন মৃত্যুর সাথে লড়তে হচ্ছে।
আজকে শহীদ মিনার থেকে ফয়সালা হবে বাংলাদেশ ভারতের সেবাদাস থাকবে না স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়ে উঠবে।


হাদির চিকিৎসার সব খরচ দেবে সরকার
হাদিকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স বিমানবন্দরে