আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

২৫ ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
২৫ ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল
তারেক রহমান

দীর্ঘ ১৮ বছরের নির্বাসন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, এই বার্তা শুধু আপনাদের নয়, পুরো জাতির জন্য স্বস্তির বার্তা। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কোটি মানুষের প্রিয় নেতা, যিনি প্রায় ১৮ বছর ধরে বিদেশে নির্বাসিত এবং এক যুগের বেশি সময় ধরে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন—তিনি আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে পৌঁছাবেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ছাত্র গণঅভ্যুত্থানসহ সাম্প্রতিক গণতান্ত্রিক উত্তরণে তারেক রহমানের ভূমিকা বিএনপিকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। তার দেশে ফেরার মধ্য দিয়ে নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হবে বলেও মন্তব্য করেন মহাসচিব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন