বাংলাদেশ ছাত্রপক্ষের সভাপতি প্রিন্স ও সম্পাদক রাফিউর

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০০: ৫৭

বাংলাদেশ ছাত্রপক্ষের প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে মুহাম্মদ প্রিন্স সভাপতি ও রাফিউর রহমান ফাত্তাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৮টায় এ ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ব‍্যারিস্টার সানী আব্দুল হক।

ফলাফল ঘোষণা শেষে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ছাত্রপক্ষ এবি পার্টির ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- নির্বাচন পরিচালনা কমিটির সদস‍্য আবু বক্কর সিদ্দিক, ফওজিয়া ফারিহা করবী ও রাশেদুল ইসলাম।

নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ প্রিন্স তার প্রতিক্রিয়ায় বলেন, জুলাইকে ধারণ করে এগিয়ে যাবে ছাত্রপক্ষ।

সাধারণ সম্পাদক রাফিউর রহমান ফাত্তাহ বলেন, ছাত্রপক্ষ গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচারের পক্ষে সক্রিয় থাকবে।

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত