বিমান দুর্ঘটনায় আহতদের দীর্ঘমেয়াদে পুনর্বাসন পরিকল্পনার দাবি ডা. জারার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০১: ২৮

বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার পাশাপাশি দীর্ঘ মেয়াদে পুনর্বাসন পরিকল্পনা নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিত করাই অগ্রাধিকার হওয়া উচিত। আহত, নিহত ও নিখোঁজদের তালিকাটা সবার আগে প্রস্তুত করতে হবে। একটা রিয়েল টাইম পাবলিক ড্যাশবোর্ড যেন থাবে। আজকে আইএসপিআর এর বিবৃতিতে দেখলাম ৩১ জন নিহত কিন্তু আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে ২৯ জন নিহত। এরকম সমন্বয়ের অভাব যেন না হয়। রিয়েল টাইম ডেটা দেওয়া উচিত।

বিজ্ঞাপন

দীর্ঘমেয়াদি পুনর্বাসনের আহ্বান জানিয়ে জারা বলেন, যথাযথ চিকিৎসার জন্য ভুক্তভোগীদের মেন্টাল হেলথ কাউন্সেলিং প্রয়োজন। ছোট ছোট বাচ্চাদের সারাটা জীবন পড়ে আছে। তাদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনের জন্য একটা পরিকল্পনা থাকা প্রয়োজন। সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি টিম গঠন করতে হবে। যাতে চিকিৎসা আর পুনর্বাসন নিয়ে কোনো আমলাতান্ত্রিক জটিলতা না হয়। কোন কারণে যেন চিকিৎসা আটকা না থাকে।

হাসপাতালে ভিড় না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পোড়া রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফলে আমরা যেন হাসপাতালে ভিড় না করি। ভিড় করলে ইনফেকশন এবং ইনফেকশন থেকে মৃত্যু ঝুঁকি বাড়ে।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আমরা জুলাইপদযাত্রা করছিলাম। খাগড়াছড়ির পথসভার পূর্বমুহূর্তে বিমান দুর্ঘটনার কথা জানতে পারি। তাৎক্ষণিকভাবে আমরা মোনাজাতের আয়োজন করি। দুর্ঘটনার পর থেকে এনসিপির ঢাকা মহানগর ও যুবশক্তির নেতারা নানাভাবে সহযোগিতা নিয়ে হাজির হয়েছে। মেডিকেল টিম গঠন করেছি। কুইক রিসপন্স টিম গঠন করেছিলাম।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, কেন্দ্রীয় নেতা সাইফুল্লাহ হায়দার, মশিউর রহমান, এসএম শাহরিয়ার, সানাউল্লাহ প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত