নিষিদ্ধ আ.লীগের আরো ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১১: ৩৮
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১৩: ২১

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরো ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করে তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী, অর্থায়নকারী এবং পরিকল্পনাকারী রয়েছেন।

এর আগে ১১ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগের ২২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। ডিবির মতিঝিল, গুলশান, রমনা, লালবাগ, তেজগাঁও, উত্তরা ও সাইবার ক্রাইম বিভাগের টিমগুলো এসব অভিযান পরিচালনা করে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত