আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপি নেতার নেতৃত্বে এনসিপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার

বিএনপি নেতার নেতৃত্বে এনসিপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ
ঢাকা-১৮ আসনের এমপি প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব

রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি বাজার এলাকায় ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সকালে ওই এলাকায় গণসংযোগ করতে গেলে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন আদীব।

বিজ্ঞাপন

আরিফুল ইসলাম আদীব ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, ‘খিলক্ষেত থানার ডুমনী নূরপাড়া এরিয়ায় বিএনপির সন্ত্রাসীদের হামলা। আমার সহযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলছে। এইখান থেকে আমার লাশ যাবে, তবুও প্রোগ্রাম করে যাব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ‘

এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়।

দলটির মিডিয়া সেল থেকে জানানো হয়, ঢাকা-১৮ আসনের বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীরের লোকজন রোববারও এই এলাকায় এনসিপির নেতাকর্মীদের হেনস্তা করে। পরে রাতে বিষয়টি জাহাঙ্গীরকে অবগত করা হলে আর এমনটা হবে না বলে জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...