ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও ঢাকা-৮ আসনের প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জামায়াত নারীর প্রতি সব প্রকার সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জামায়াত রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেলে নারীর প্রতি সব ধরণের সহিংসতা বন্ধের ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার জামায়াতে ইসলামী মতিঝিল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. হেলাল উদ্দিন বলেন, যাদের হাতে নারী ও শিশু নির্যাতিত হয়, তারাই নারী স্বাধীনতার কথা বলে সমাজে নারী পুরুষের বিভেদ ও সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে চায়। যারা নারীর স্বাধীনতার কথা বলে তারা ক্ষমতায় থাকাকালীন কি করেছে প্রশ্ন রেখে তিনি বলেন, তাদের শাসনামলে নারী ও শিশু ধর্ষিত হয়েছে। জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নারী ও শিশু নির্যাতন চিরতরে বন্ধ করা হবে এবং নারীদের স্বাধীনতা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, ইসলামে নারী-পুরুষ কিংবা ধর্ম বর্ণের কোনো বৈষম্য নেই। আল্লাহর আইনে মানুষ হিসেবে সবাই সমান। তাই জামায়াত দলমত, ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠীর বৈষম্য দূর করতে দৃঢ়প্রতিজ্ঞ ।
তিনি উপস্থিত নারীদের উদ্দেশ্যে বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে নারী সমাজ অগ্রণী ভূমিকা রাখতে পারে। এজন্য তিনি আগামী নির্বাচনে সন্ত্রাস, চাঁদাবাজদের বয়কট করার আহ্বান জানিয়ে বলেন, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, বৈষম্যহীন এক কল্যাণ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে।
ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও মতিঝিল দক্ষিণ থানা আমির মাওলানা মোতাসিম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী (ঢাকা-৮ আসনের নির্বাচন পরিচালক) মুহাম্মদ শামছুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে ঢাকা-৮ সংসদীয় এলাকার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীর নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে পল্টন থানা জামায়াতের (মহিলা বিভাগ) উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

