বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত এবং আগামী ৭–১৩ ডিসেম্বর ছয় দিনব্যাপী ‘‘দেশ গড়ার পরিকল্পনা’’ শীর্ষক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী জানান, আগামীকাল শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা সারাদেশের মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। একই সময়ে রাজধানীর নয়াপল্টন বিএনপি কার্যালয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ছয় দিনব্যাপী ‘‘দেশ গড়ার পরিকল্পনা”
সংবাদ সম্মেলনে আগামী ৭–১৩ ডিসেম্বর ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির বিস্তারিতও জানানো হয়। এ কর্মসূচি সফল করতে রিজভী আহমেদকে আহ্বায়ক এবং বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলকে সদস্যসচিব করে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।
৭ ডিসেম্বর কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৮ ডিসেম্বর ছাত্রদলের আয়োজিত কর্মসূচি উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
৯ ডিসেম্বর স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের যৌথ কর্মসূচি উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
১০ ডিসেম্বর যুবদল ও কৃষক দলের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচি উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
১১ ডিসেম্বর বিএনপির উদ্যোগে আয়োজিত দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৩ ডিসেম্বর বিএনপির আয়োজনে সমাপনী কর্মসূচি উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
সব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, দেশনেত্রীর সুস্থতা কামনায় দেশজুড়ে নেতাকর্মীদের একযোগে অংশগ্রহণ বিএনপির ঐক্য ও দৃঢ়তার প্রতীক হবে। একই সঙ্গে ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচি জাতীয় রাজনীতিতে নতুন গতি আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারীসহ অন্যান্য নেতারা।

