মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে ড. ফরহাদের শোক

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১৬: ০২
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১৬: ২২

দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের রত্নগর্ভা মা অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস্ পার্টি-এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

রোববার (০৬ জুলাই) এক শোকবার্তায় তিনি আরো বলেন, অধ্যাপিকা মাহমুদা বেগম ছিলেন একজন মহান শিক্ষক, ন্যায়নিষ্ঠ আদর্শ মা ও একজন ধর্মপ্রাণ মুসলিম পরিবারের নারী। তার মৃত্যুতে আমি অত্যন্ত শোকাহত, ব্যথিত হয়েছি। দোয়া করি, মহান রাব্বুল আলামীন যেন মরহুমা অধ্যাপিকা মাহমুদা বেগমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত