আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুরআনের আলো পৃথিবীতে ছড়িয়ে দিন : সাইফুল হক

স্টাফ রিপোর্টার

কুরআনের আলো পৃথিবীতে ছড়িয়ে দিন : সাইফুল হক

কুরআনের আলো পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও ঢাকা-১২ আসনের বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল হক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাজধানীর ঢাকা-১২ আসনের হজরত বেলাল (রাঃ) তাহফিজুল কোরআন মাদ্রাসার ফারেগ হাফেজ শিক্ষার্থীদের দস্তারবন্দি উপলক্ষে চতুর্থ বার্ষিক পাগড়ি ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে মোট ১৩ জন হাফেজকে দস্তারবন্দি করা হয় এবং সম্মাননাস্বরূপ পাগড়ি পরিয়ে দেওয়া হয়। এ সময় সাইফুল হক কয়েকজন হাফেজ শিক্ষার্থীকে নিজ হাতে পাগড়ি পরিয়ে দেন।

সাইফুল হক বলেন, এমন একটি মহান ও দ্বীনি মাহফিলে উপস্থিত হতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ইসলাম শান্তির ধর্ম। ইসলামে সব শ্রেণির মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আজ যারা পাগড়ি পরিধান করেছে, তারা কুরআনের হেফাজত করবে এবং এর আলো শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে ছড়িয়ে দেবে।

তিনি আরও বলেন, হাফেজে কুরআনরা আমাদের সমাজের নৈতিক দিশা প্রদর্শক। তারা কুরআনের আলোয় মানবসেবায় নিজেদের নিয়োজিত করবে—এটাই আমাদের প্রত্যাশা।

বক্তব্য শেষে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মাহমুদুল হাসান ও মাওলানা বশির আহমেদ। এছাড়া জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, স্থানীয় আলেম সমাজ, হাফেজে কুরআন, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...