দেশে ফিরেই নুরকে দেখতে হাসপাতালে গেলেন নাহিদ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ২৩: ৪৪
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০০: ৪৭

চীন থেকে দেশে ফিরেই গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গেলেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার রাত ১১টার দিকে নাহিদ ও সারজিসসহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মী ঢাকা মেডিকেল হাসপাতালে যান। এ সময় নেতারা চিকিৎসকদের কাছ থেকে ভিপি নুরের শারীরিক খোঁজখবর নিয়ে তার সুস্থতা কামনায় দোয়া করেন। একই সাথে হামলায় জড়িত সেনা সদস্য ও পুলিশের সদস্যদের বিচারের নিশ্চিতের দাবি জানান।

বিজ্ঞাপন

এর আগে রাত ৯টা ৫০ মিনিটের দিকে চীন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন নাহিদের নেতৃত্বে ৮ সদস্যের এনসিপি প্রতিনিধিদল। পর ভিআইপি লাউঞ্জের বাইরে ব্রিফিং করবেন তারা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত