আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শোকজের পর পদত্যাগ করলেন যুবশক্তির কেন্দ্রীয় নেতা নাহিদ

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

শোকজের পর পদত্যাগ করলেন যুবশক্তির কেন্দ্রীয় নেতা নাহিদ
নাজমুল হাসান নাহিদ

কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ পদত্যাগ করেছেন।

বিজ্ঞাপন

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এনসিপির সব রাজনৈতিক কার্যক্রম থেকে স্বেচ্ছায় নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন। রাত ১১টা ১৫ মিনিটে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, ‘এই মুহূর্ত থেকে এনসিপির সকল রাজনৈতিক কার্যক্রম থেকে স্বেচ্ছায় নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নিচ্ছি। প্রয়োজনে আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন।’

এর দশ মিনিট পর দেওয়া আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘সম্মানের জায়গা যেখানে নাই সেইখানে অন্তত পলিটিক্স করতে আমি নাহিদ আগ্রহী না।’

পদত্যাগের বিষয়ে জানতে নাজমুল হাসান নাহিদের সঙ্গে একাধিকবার ফোন ও মেসেজে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

NCP-Leader-fb-post

এর আগে, গত ১৯ ডিসেম্বর জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) আসাদুর রহমান স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ নাহিদের কাছে পাঠানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় সংগঠক হিসেবে দায়িত্ব পালনকালে দেবিদ্বার উপজেলা কমিটি গঠনের ক্ষেত্রে চরম সমন্বয়হীনতার অভিযোগ পাওয়া গেছে। তার অপেশাদার ও অসাংগঠনিক কর্মকাণ্ডের ফলে দলের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও নোটিশে বলা হয়।

নোটিশে আরো উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হবে না—এ মর্মে যথাযথ ব্যাখ্যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও সদস্য সচিব ডা. জাহেদুল ইসলামের কাছে লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ ছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন