পিএসজিকে দিয়ে বোর্নমাউথের কাছে হারের ঝাল মেটাতে চায় আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ১৭: ৩০

শক্তির বিচারে বোর্নমাউথের চেয়ে অনেক এগিয়ে আর্সেনাল। অথচ দলটির কাছে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের সবশেষ ম্যাচে ২-১ গোলে হেরেছে গানাররা। খুব স্বাভাবিকভাবেই হারটা মেনে নিতে পারছেন না আর্সেনালের প্রধান কোচ মিকেল আর্তেতা। তাই প্যারিস সেন্ট জার্মেইনকে (পিএসজি) দিয়ে এই হারের ঝাল মেটানোর জন্য শিষ্যদের প্রতি বার্তা দিয়েছেন তিনি।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে পিএসজির কাছে ঘরের মাঠে ১-০ গোলে হেরেছে আর্সেনাল। ফিরতি লেগে আগামী ৮ মে ফ্রান্সের রাজধানীপাড়ার ক্লাবটির মাঠ পার্ক দে প্রিন্সেসে খেলবে তারা। ফাইনালে যেতে চাইলে আসন্ন ম্যাচটিতে জিততেই হবে প্রিমিয়ার লিগের জায়ান্টদের। এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে বোর্নমাউথের কাছে লিগে হার অনেক বড় ধাক্কার কারণ আর্সেনালের জন্য।

বিজ্ঞাপন

বোর্নমাউথের কাছে হারের পর আর্তেতা বলেন, ‘পিএসজির বিপক্ষে সেমিফাইনালের ফিরতি লেগের আগে বোর্নমাউথের বিপক্ষে জয় আমাদের সাহায্য করতে পারতো। কিন্তু ম্যাচটাতে হেরে গিয়ে প্রচুর রাগ, হাতাশা, ক্রোধ এবং খুব বাজে একটা অনুভূতির জন্ম দিলাম। এই পরিস্থিতি আমাদের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ভালো করতে এবং ফাইনালে উঠতে সাহায্য করবে, সেটা এখন আমাদেরই নিশ্চিত করতে হবে। আমাদের জিততে হবে।’

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত