দ্বিতীয়বারের মতো প্রিমিয়ার লিগের মৌসুম সেরা হলেন সালাহ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ১৯: ৪০

চার ম্যাচ হাতে রেখে দারুণ দাপটের সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের আসরের শিরোপা জিতেছে লিভারপুল। অল রেডদের শিরোপা পুনরুদ্ধারের পথে নেপথ্য নায়কের ভূমিকায় ছিলেন মোহাম্মদ সালাহ। এবার সেটার স্বীকৃতি পেলেন এই তারকা ফরওয়ার্ড। ইংল্যান্ডের শীর্ষ লিগের এবারের মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি।

প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে ২৮ গোল করেছেন সালাহ। এছাড়া সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৮টি। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, মৌসুমটা কেমন গেছে মিশরীয় তারকার। এমন দুর্দান্ত পারফরম্যান্সের জন্য প্রিমিয়ার লিগের মৌসুম সেরা হবেন সালাহ, সেটা একরকম নিশ্চিতই ছিল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা।

বিজ্ঞাপন

এ নিয়ে দ্বিতীয়বারের মতো প্রিমিয়ার লিগের মৌসুম সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন সালাহ। এর আগে ২০১৭-১৮ অর্থ্যাৎ লিভারপুলে নিজের প্রথম মৌসুমে এই সম্মানজনক পুরস্কারটি জেতেন সময়ের অন্যতম সেরা ফরওয়ার্ডদের একজন। সেবার ৩২ গোলের পাশাপাশি ১১টি অ্যাসিস্ট করেছিলেন সালাহ।

২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার পথে সতীর্থ রায়ান গ্রেভেনবার্চ এবং ভার্জিল ফন ডাইক, নটিংহ্যাম ফরেস্টের মরগান গিবস-হোয়াইট এবং ক্রিস উড, নিউক্যাসলের আলেক্সান্ডার ইসাক, ব্রেন্টফোর্ডের ব্রায়ান এমবেউমো এবং আর্সেনালের ডেকলান রাইসের মতো খেলোয়াড়দের পেছনে ফেলেছেন সালাহ।

আরও একবার প্রিমিয়ার লিগের মৌসুম সেরা হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন সালাহ। যদিও কোনো মন্তব্য করেননি। ইনস্টাগ্রামে পুরস্কার হাতে নিজের ছবি পোস্ট করেছেন এই ফুটবলার। ক্যাপশনে একটি হাসির ইমোজি জুড়ে দিয়েছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত