তবে কি অ্যাস্টন ভিলা ছাড়ছেন মার্টিনেজ?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ১৯: ৫৯
আপডেট : ২৩ জুন ২০২৫, ১৮: ৫৯

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের সবশেষ ম্যাচে (১৬ মে) রাতে ভিলা পার্কে টটেনহাম হটস্পারকে ২-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। স্পার্সদের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত হওয়ার পর সতীর্থরা যখন মাঠ ছাড়ছিলেন তখন ক্যামেরার লেন্স আটকে যায় এমিলিয়ানো মার্টিনেজের দিকে। দুই হাত উঁচিয়ে ভক্তদের অভিবাদন জানান আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার। এ সময় অশ্রুসিক্ত ছিল তার চোখ। বুঝতে বাকি নেই ভিলা পার্ক এবং সমর্থকদের কাছ থেকে বিদায় নিচ্ছেন মার্টিনেজ। পরবর্তী সময়ে সে ঘটনাকে উসকে দিয়েছে টিওয়াইসি স্পোর্টস।

আর্জেন্টিনার জনপ্রিয় গণমাধ্যমটির দাবি, মৌসুম শেষে অ্যাস্টন ভিলা ছাড়ছেন মার্টিনেজ। ইতোমধ্যে নাকি তিনটি ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন গোল পোস্টের এই অতন্দ্র প্রহরী। যদিও ক্লাবগুলোর নাম এখনো জানা যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, ওই তিন ক্লাবের মধ্যে একটি সৌদি আরবের।

বিজ্ঞাপন

এখনো দারুণ ফর্মে আছে মার্টিনেজ। আর্জেন্টিনার ২০২২ কাতার বিশ্বকাপের পাশাপাশি দুটি কোপা আমেরিকা জয়ের অন্যতম নায়ক তিনি। তাই এখনই সৌদি আরবের কোনো ক্লাবে যাওয়ার ইচ্ছা নেই তার। এমনটাই দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে। এক বছর পর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে বিশ্বকাপের আসর বসবে। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আপাতত বড় কোনো ক্লাবকেই প্রাধান্য দিচ্ছেন বাজপাখি হিসেবে পরিচিত মার্টিনেজ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত